গতবছর ২৬ ডিসেম্বর স্বামীজির জন্মতিথি পালনের পর ২৭ তারিখ থেকে রাজ্যে ক্রমবর্ধমান কোভিডের প্রকোপ বাড়তে থাকায় এবং বেলুড়মঠে প্রচুর জনসমাগম লক্ষ্য করে বেলুড় মঠ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়।
প্রথমে ঠিক ছিল তেসরা জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে মঠ। কিন্তু পরবর্তীকালে রাজ্যজুড়ে করোনার বাড়বাড়ন্ত পরিস্থিতির কারণে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়।
তবে রাজ্যের করোনা পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। দৈনিক আক্রান্ত দুশোর ঘরে। কলকাতার পরিস্থিতিও শুধরেছে। এই আবহে ফের মঠ খোলার সিদ্ধান্ত নিল বেলুড় কর্তৃপক্ষ।
আপাতত সকালে ৭ টা থেকে ১১ টা পর্যন্ত ভক্তদের জন্য খোলা থাকবে মঠের দরজা। বিকেলে ৩ টে থেকে ৫ টা পর্যন্ত দর্শনার্থীরা যেতে পারবেন বেলুড় মঠে।
এদিকে, আগামী ৪ মার্চ রামকৃষ্ণদেবের জন্মতিথি। ওই দিনে দর্শনার্থীদের প্রবেশের সময়সীমা বাড়ানো হবে বলে খবর। ওইদিন প্রসাদও বিতরণ করা হবে বলে জানা গিয়েছে।