scorecardresearch
 
Advertisement
ধর্ম

সারদাদেবীর জন্মদিনে ভক্তদের জন্য খুলছে বেলুড় মঠ, কতক্ষণ-কী ভাবে প্রবেশ?

ফাইল ছবি
  • 1/6

আগামী ২৬ ডিসেম্বর ২০২১ রবিবার, শ্রীশ্রী মা সারদাদেবীর জন্মতিথি (Sri Sri Sarada Devi Birthday 2021)। সেই উপলক্ষে ওইদিন বেলুড় মঠ (Belur Math) ভক্তদের জন্য খোলা রাখা হবে বলে জানালো কর্তৃপক্ষ। (সমস্ত ছবি ফাইল)

ফাইল ছবি
  • 2/6

বেলুড় মঠ কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ২৬ তারিখ সকাল ৮টা থেকে বেলা ১১টা এবং বিকাল ৩.৩০টা থেকে ৫.০০টা পর্যন্ত খোলা থাকবে মঠ। 

ফাইল ছবি
  • 3/6

কোভিড বিধি মেনে ওইদিন ভক্তরা শ্রীশ্রী রামকৃষ্ণ মন্দির, শ্রীশ্রী মা সারদাদেবী মন্দির, স্বামী বিবেকানন্দ মন্দির ও স্বামী ব্রহ্মানন্দ মন্দিরে দর্শন ও প্রণাম করতে পারবেন। 

Advertisement
ফাইল ছবি
  • 4/6

তাছাড়া ওই দিন মঠের প্রধান মহারাজ এবং অন্যান্য মহারাজদেরও  নির্দিষ্ট সময়ে দর্শন ও প্রণামের সুযোগ পাবেন ভক্তরা।

ফাইল ছবি
  • 5/6

তবে করোনাকালে সুরক্ষার কথা মাথায় রেখে এদিন খিচুড়ি ভোগ বিতরণ বন্ধ থাকবে। 

ফাইল ছবি
  • 6/6

পরিবর্তে শুকনো প্রসাদ হিসাবে লাড্ডু বিতরণ করা হবে বলে জানিয়েছে মঠ কর্তৃপক্ষ। 

Advertisement