scorecardresearch
 
Advertisement
ধর্ম

Chandra Grahan 2021 on Raas Purnima: রাস পূর্ণিমায় হবে বছরের শেষ চন্দ্রগ্রহণ! বিপুল প্রভাব পড়বে এই রাশির জীবনে

chandra grahan 2021 on kartik purnima raas yatra - চন্দ্রগ্রহণ
  • 1/9

বছরের শেষ চন্দ্রগ্রহণ হতে আর হাতে গোনা দিন বাকি। এই বছরের শেষ চন্দ্রগ্রহণ দেখা যাবে আগামী ১৯ নভেম্বর। 

chandra grahan 2021 on kartik purnima raas yatra - চন্দ্রগ্রহণ
  • 2/9

কার্তিক মাসের পূর্ণিমায় হবে এই চন্দ্রগ্রহণ। এদিনই আবার রাস পূর্ণিমা অর্থাৎ শ্রীকৃষ্ণের রাসযাত্রা। হিন্দু ধর্ম ও জ্যোতিষশাস্ত্র মতে কার্তিক পূর্ণিমা অত্যন্ত শুভ। এজন্যে এই গ্রহণের প্রভাব সব রাশির জাতকদের উপরই পড়বে। 

chandra grahan 2021 on kartik purnima raas yatra - চন্দ্রগ্রহণ
  • 3/9

যদিও এই গ্রহণ হবে আংশিক চন্দ্রগ্রহণ। এজন্যে ভারতের বেশিরভাগ স্থানে এটি দেখা যাবে না। ভারত, আমেরিকা, উত্তর ইউরোপ, পূর্ব এশিয়া, অস্ট্রেলিয়া এভং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে দেখা যাবে। 

Advertisement
chandra grahan 2021 on kartik purnima raas yatra - চন্দ্রগ্রহণ
  • 4/9

রাশিচক্রে চন্দ্রগ্রহণের প্রভাব 

বছরের শেষ চন্দ্রগ্রহণ হতে চলেছে বৃষ রাশিতে। তাই এই রাশির জাতক জাতিকাদের গ্রহণকালে খুব সাবধানে থাকতে হবে। এই সময়ে তাঁরা আঘাতের সম্মুখীন হতে পারেন। তবে গ্রহণ শেষে, দান করলে গ্রহণের অশুভ প্রভাব কিছুটা কমবে।
 

chandra grahan 2021 on kartik purnima raas yatra - চন্দ্রগ্রহণ
  • 5/9

এছাড়াও সিংহ, তুলা, কুম্ভ এবং মীন রাশির জাতক -জাতিকাদের জীবনেও এই চন্দ্রগ্রহণের কিছু প্রভাব পড়বে। তাই সাবধানে থাকবে হবে তাঁদেরও। 

chandra grahan 2021 on kartik purnima raas yatra - চন্দ্রগ্রহণ
  • 6/9

 ২০২১ সালের দ্বিতীয় চন্দ্রগ্রহণ 

এই বছরের শেষ চন্দ্রগ্রহণ দেখা যাবে আগামী ১৯ নভেম্বর। দুপুর সাড়ে ১১টা থেকে গ্রহণ শুরু হবে। চলবে বিকেল ৫টা ৩৩ মিনিট পর্যন্ত। 

chandra grahan 2021 on kartik purnima raas yatra - চন্দ্রগ্রহণ
  • 7/9

কৃত্তিকা নক্ষত্র
 

চন্দ্রগ্রহণের সময় কৃত্তিকা নক্ষত্র থাকবে। জ্যোতিষশাস্ত্র অনুসারে এই নক্ষত্রের অধিপতি সূর্য এবং রাশির শুক্র। কৃত্তিকা হল নক্ষত্রপুঞ্জের তৃতীয় নক্ষত্র। এই নক্ষত্রটি খালি চোখে দেখা যায়। কৃত্তিকা, ৬ নক্ষত্রের একটি দল। 

Advertisement
chandra grahan 2021 on kartik purnima raas yatra - চন্দ্রগ্রহণ
  • 8/9

সূতক কাল

গ্রহণের সময় সূতক কালের বিশেষ গুরুত্ব দেওয়া হয়। কিন্তু এবারের চন্দ্রগ্রহণের সময় সূতকের নিয়ম অনুসরণ করা হবে না। বছরের শেষ চন্দ্রগ্রহণ, আংশিক হবে। আর সূতক কাল শুধুমাত্র সম্পূর্ণ  চন্দ্রগ্রহণের ক্ষেত্রে কার্যকর হয়। তবে এই সময় সতর্কতা অবলম্বন করা উচিত। বিশেষত গর্ভবতী মহিলা ও শিশুদের বিশেষ সচেতন থাকতে হবে। গ্রহণের আগে স্নান করে শিবের উপাসনা করা লাভজনক ফল দেবে। এছাড়াও এই সময় ঈশ্বরের নামে ধ্যান করতে পারেন, সেটাই শুভ।
 

chandra grahan 2021 on kartik purnima raas yatra - চন্দ্রগ্রহণ
  • 9/9

২০২১ সালে, মোট ৪ টি গ্রহণ হবে। যার মধ্যে ২ টি সূর্যগ্রহণ এবং ২ টি চন্দ্রগ্রহণ।  ১ টি সূর্যগ্রহণ ও ১ টি চন্দ্রগ্রহণ ইতিমধ্যে হয়েছে। আগামী ১৯ নভেম্বর চন্দ্রগ্রহণের পর, বছরের শেষ গ্রহণটি, সূর্যগ্রহণ, যেটি হবে আগামী ৪ ডিসেম্বর।


 

Advertisement