scorecardresearch
 
Advertisement
ধর্ম

Chandra Grahan Today in India: শুরু হয়ে গেল বছরের শেষ চন্দ্রগ্রহণ, দেশের কোথায় দেখা যাচ্ছে-ক'টায় ছাড়বে?

Chandra Grahan Today in India on 19 November 2021 timing -  চন্দ্রগ্রহণ
  • 1/6

শুরু হল এই বছরের শেষ এবং শতাব্দীর দীর্ঘতম চন্দ্রগ্রহণ। এটি ১০০০ বছরের বিরলতম চন্দ্রগ্রহণ। তাই এই গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন জ্যোতিষীরা। 

Chandra Grahan Today in India on 19 November 2021 timing -  চন্দ্রগ্রহণ
  • 2/6

এদিনের চন্দ্রগ্রহণের সময়কাল থাকবে প্রায় ৬ ঘণ্টা ২ মিনিট। এর আগে ১৪৪০ সালের ১৮ ফেব্রুয়ারি এতটা দীর্ঘ চন্দ্রগ্রহণের সাক্ষী হয়েছিলেন বিশ্ববাসী। এরপর আবার এত দীর্ঘ চন্দ্রগ্রহণ হওয়ার সবম্ভাবনা ২৬৬৯ সালের ৮ ফেব্রুয়ারি। 
 

Chandra Grahan Today in India on 19 November 2021 timing -  চন্দ্রগ্রহণ
  • 3/6

হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী ১৯ নভেম্বর দুপুর ১২.৪৮ নাগাদ শুরু হয়েছে চন্দ্রগ্রহণ। বিকেল ৪.১৭ মিনিট অবধি এই চন্দ্রগ্রহণের বিশেষ প্রভাব থাকবে। 
 

Advertisement
Chandra Grahan Today in India on 19 November 2021 timing -  চন্দ্রগ্রহণ
  • 4/6

এমপি বিড়লা প্ল্যানেটোরিয়ামের ডিরেক্টর, দেবী প্রসাদ জানিয়েছেন, এই আংশিক চন্দ্রগ্রহণ, ভারতের অসম ও অরুণাচল প্রদেশ থেকে কিছুটা দেখা যাবে দুপুর ২.৩৪ মিনিট নাগাদ। 
 

Chandra Grahan Today in India on 19 November 2021 timing -  চন্দ্রগ্রহণ
  • 5/6

গ্রহণের সময় সূতক কালের বিশেষ গুরুত্ব দেওয়া হয়। কিন্তু এবারের চন্দ্রগ্রহণের সময় সূতকের নিয়ম অনুসরণ করা হবে না। বছরের শেষ চন্দ্রগ্রহণ, আংশিক হবে। আর সূতক কাল শুধুমাত্র সম্পূর্ণ  চন্দ্রগ্রহণের ক্ষেত্রে কার্যকর হয়। তবে এই সময় সতর্কতা অবলম্বন করা উচিত। 
 

Chandra Grahan Today in India on 19 November 2021 timing -  চন্দ্রগ্রহণ
  • 6/6

বছরের শেষ চন্দ্রগ্রহণ হচ্ছে বৃষ রাশিতে। তাই এই রাশির জাতক জাতিকাদের গ্রহণকালে খুব সাবধানে থাকতে হবে। চন্দ্রগ্রহণের সময় কৃত্তিকা নক্ষত্র রয়েছে।  
 

Advertisement