scorecardresearch
 
Advertisement
ধর্ম

Dev Deepawali 2022: চন্দ্রগ্রহণের আবহে দেব দীপাবলি, আলোয় মুড়ল কাশী, প্রদীপ জ্বলল কলকাতাতেও

Dev Deepawali
  • 1/10

আজ চন্দ্রগ্রহণ, তার একদিন আগেই  সারাদেশে ধুমধাম করে পালিত হল দেব দীপাবলির উৎসব। দেব দীপাবলির দিন পুরো কাশী (বারানসী) ঘাটগুলিকে প্রদীপ এবং ফুল দিয়ে সজ্জিত করা হয়েছিল।
 

Dev Deepawali
  • 2/10

 সোমবার কাশীতে দেব দীপাবলি পালিত হয়েছিল। এই সময়, দশশ্বমেধ ঘাটে গঙ্গা আরতি করা হয়েছিল।
 

Dev Deepawali
  • 3/10

দীপাবলিতে  শিব নগরী কাশীর অপূর্ব সৌন্দর্য থেকে চোখ ফেরান যাচ্ছিল না।

Advertisement
Dev Deepawali
  • 4/10


বিশ্বাস অনুসারে, দেব দীপাবলির দিন ভগবান বিষ্ণু মৎস্য অবতার গ্রহণ করেছিলেন। কাশীতে ভগবান বিষ্ণুর একটি অপূর্ব ছবিও তৈরি করা হয়েছিল।

Dev Deepawali
  • 5/10

গঙ্গী  তীরের ৮৮টি ঘাট ১০ লক্ষ প্রদীপ এবং কাশী বিশ্বনাথ ধাম ফুল দিয়ে সজ্জিত করা হয়েছিল।

Dev Deepawali
  • 6/10

দেব দীপাবলির দিন গঙ্গার আরাধনা ও শিবের পুজো করলে বিশেষ উপকার পাওয়া যায়।

Dev Deepawali
  • 7/10

দেব দীপাবলিতে বারাণসীর সমস্ত গঙ্গা ঘাটগুলি প্রদীপ দিয়ে সাজানো হয়েছিল।
 

Advertisement
Dev Deepawali
  • 8/10

দেব দীপাবলির দিনে কাশী শহরের দৃশ্য সকলের মন কেড়েছে।

Dev Deepawali
  • 9/10

তবে শুধু কাশী নয়, দেশ জুড়েই পালিত হয়েছে দেব দীপাবলি।
 

Dev Deepawali
  • 10/10

কলকাতার গঙ্গাতীরেও আয়োজন করা হয়েছিল দেব দীপাবলির উৎসবের।

Advertisement