scorecardresearch
 
Advertisement
ধর্ম

Lakshmi Puja Process In Diwali: দীপাবলিতে এভাবে লক্ষ্মীপুজো করলে আসে বৈভব-ধন-সম্পত্তি, জানুন নিয়ম

দীপাবলির লক্ষ্মীপুজো
  • 1/10

দীপাবলিতে শুধু কালীপুজো হয় তাই নয়, এদিন মহালক্ষ্মীর আরাধনা করেন অনেকেই। পুজোর আগে থেকেই দেবী লক্ষ্মীকে বরণ করার প্রস্তুতি শুরু হয়ে যায়। মাকে তুষ্ট করতে কেউ কসুর করেন না। কারণ মায়ের কৃপা থাকলে সব সমস্যার সমাধান হয়ে যায়।
 

দীপাবলির লক্ষ্মীপুজো
  • 2/10

এই পুজোর আগে ঘরকে প্রস্তুত করতে হয়। এর পদ্ধতি রয়েছে। ঘরকে প্রস্তুত না করলে লক্ষ্মীপুজোয় সামগ্রিক ফল লাভ হয় না। কয়েকদিন আগে ঘর পরিষ্কার করে দেবী লক্ষ্মীর আগমনের প্রস্তুতি নেওয়া হয়। মা লক্ষ্মীকে আসনে বসাতে ভালভাবে ঘর ঝেড়ে মুছে নিয়ে তবেই দেবীকে ঘরে অধিষ্ঠান করা হয়।

দীপাবলির লক্ষ্মীপুজো
  • 3/10

দীপাবলি, আলোর উৎসব। যা অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যায়। হিন্দু সনাতন ধর্মে এই দিনে লক্ষ্মী ও গণেশের পুজো করা হয়। এমন দিনে একদিকে গণেশের পুজোতে মেলে সমৃদ্ধি। অন্যদিকে, লক্ষ্মীদেবীর পুজোতে মেলে ধন-সম্পত্তি। লক্ষ্মীপুজোর দিন দীপাবলিতে কীভাবে মায়ের আরাাধনা করলে তা সুফল দেবে জানুন।

Advertisement
দীপাবলির লক্ষ্মীপুজো
  • 4/10

১. দীপাবলির পুজো সামগ্রী দীপাবলির দিনে লক্ষ্মী পুজো করা হয়। এই দিনে দেবী লক্ষ্মী এবং গণেশের মূর্তিকে ঘিরে আলোকসজ্জায় সাজাতে হবে। 

দীপাবলির লক্ষ্মীপুজো
  • 5/10

২. মূলত, জাফরান, চাল, পান, সুপারি, ফল, ফুল, দুধ, পিঠা, বাতাশা, সিঁদুর, মধু, মুদ্রা, লবঙ্গ দিয়ে মা লক্ষ্মীর পুজো করতে হবে। এর

দীপাবলির লক্ষ্মীপুজো
  • 6/10

৩. এর সঙ্গে মা লক্ষ্মীকে শুকনো ফল, মিষ্টি, দই, গঙ্গাজল, ধূপ, ধূনো, ধূপকাঠি, ১১ টি প্রদীপ, তুলা এবং জলভরা নারকেল এবং তামার কলসি সামনে রেখে পুজো করতে হবে।

দীপাবলির লক্ষ্মীপুজো
  • 7/10

৪. তামার কলসিতে জল রেখে তাকে ঘট হিসাবে প্রতিষ্ঠা করতে হবে। মা লক্ষ্মী ও গণেশের যে কোনও ছবি বা মূর্তিকে এমন দিনে পুজো করা যায় না। কেবলমাত্র যে ছবিতে গণেশ ও লক্ষ্মী বসে রয়েছেন এমন মূর্তি রয়েছে সেই মূর্তিকে এদিন পুজো করতে হবে। এমন গণেশ ও লক্ষ্মীর বসে থাকা ছবিও দিওয়ালিতে কার্যকরী হতে পারে।

Advertisement
দীপাবলির লক্ষ্মীপুজো
  • 8/10

৫. দীপাবলির বিশেষ দিন কার্তিক মাসের অমাবস্যা তিথিতে দীপাবলি পালিত হয়। অমাবস্যা তিথিতে সান্ধ্যকালে দীপাবলিতে লক্ষ্মীর পুজো করার নিয়ম রয়েছে।

দীপাবলির লক্ষ্মীপুজো
  • 9/10

৬. যে বেদীতে মা লক্ষ্মীকে বসিয়ে পুজো করা হবে, সেই বেদীর সামনে তামার কলস রেখে পুজো করলে তা ভালো ফল দেয়। এরপর একটি তামার কলসি নিয়ে তাতে গঙ্গাজল, দুধ, দই, মধু, সুপারি, মুদ্রা ও লবঙ্গ দিয়ে লাল কাপড় দিয়ে ঢেকে একটি কাঁচা নারকেল ও কলা দিয়ে বেঁধে দিন।

 

দীপাবলির লক্ষ্মীপুজো
  • 10/10

৭. যেখানে এই সমস্ত ফল দিয়ে নবগ্রহ যন্ত্র তৈরি করা হয়েছে, সেখানে কটি টাকার মুদ্রা, সোনা বা রুপোর কোনও জিনিস লক্ষ্মী ও গণেশের সামনে রেখে দিন। বলছেন জ্যোতিষবিদরা। এতে ঘরে আসে সোনা । জ্যোতিষমত এইভাবে পুজো করলে ফেরে অর্থভাগ্য।

Advertisement