scorecardresearch
 
Advertisement
ধর্ম

এই ধরনের আঙুলের ব্যাক্তিরা খুবই বিশ্বস্ত হন, কী ভাবে মানুষে চেনায় আঙুল? রইল...

আঙুলের
  • 1/8

হাতের আঙুলের আকার দেখে একজন ব্যক্তির স্বভাব সম্পর্কে সাময়িক ধারনা পাওয়া যায়। এক নজরে জানুন কোন এই বিষয়ে হস্তরেখাবিদরা কী জানাচ্ছেন
 

বৃদ্ধাঙ্গুলি
  • 2/8

কনিষ্ঠা, অনামিকা, মধ্যমা, তর্জনী এবং বৃদ্ধাঙ্গুলি, হাতের এই পাঁচটি আঙুলের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তির ব্যক্তিত্বের সম্পর্ক থাকে।
 

বুদ্ধিমান
  • 3/8

হস্তরেখাবিদ্যা অনুসারে, তর্জনী লম্বা হলে একজন ব্যক্তি বুদ্ধিমান এবং জ্ঞানী হন।

Advertisement
অনামিকা
  • 4/8

যাঁদের তর্জনী এবং অনামিকা আঙুল সমান, তাঁরা খুব সৎ এবং অনুগত হন।
 

উপার্জনের
  • 5/8

যদি কোনও ব্যক্তির অনামিকা লম্বা হয়, তবে অর্থ উপার্জনের দিক থেকে তিনি খুব ভাগ্যবান হন।
 

পরিশ্রম
  • 6/8

মধ্যমা খুব বড় হলে সে কঠোর পরিশ্রম থেকে পিছপা হন না।

আঙুল
  • 7/8

হস্তরেখাবিদ্যায়, হাতের বুড়ো আঙুল মোটা হওয়া ঠিক বলে মনে করা হয় না। মোটা বুড়ো আঙুলযুক্ত ব্যক্তির স্বভাব রাগান্বিত হয়।
 

Advertisement
হতাশাবাদী
  • 8/8

মধ্যমা ছোট হলে, ওই ব্যক্তি হতাশাবাদী এবং হতাশাগ্রস্ত প্রকৃতির হয়।
 

Advertisement