scorecardresearch
 
Advertisement
ধর্ম

New Year 2022: মে-তে আয় বাড়ার যোগ, সেপ্টেম্বরে দেনা মুক্তি, কেমন কাটবে এ বছরের ১২ মাস?

নতুন আশা
 • 1/13

নতুন আশা নিয়ে নতুন বছর ২০২২-এর দিকে তাকিয়ে গোটা বিশ্ব। জ্যোতিষীরা জানিয়েছেন, ২০২২ সালে ১২ মাসে গ্রহের অবস্থান অনেক গুরুত্বপূর্ণ ঘটনার সাক্ষী থাকবে। রাজনীতি থেকে মুদ্রাস্ফীতি এবং মহামারী ফ্রন্টে বড় পরিবর্তনের সম্ভাবনা ব্যক্ত করেছেন। জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত প্রতি মাসে কি কি হবে তা জেনে নেওয়া যাক।
 

জানুয়ারি
 • 2/13

জানুয়ারি- এ মাসে শনির শুদ্ধ রূপে প্রভাব থাকবে। তাই নতুন ভাবনা এবং নিয়ম, আইন মতো অনেক বিষয় সামনে আসবে। রাজনীতিতে বড় পরিবর্তন দেখা যাবে। রাজ্যগুলিতে ক্ষমতা পরিবর্তনের পরিস্থিতি হতে পারে।
 

ফেব্রুয়ারি
 • 3/13

ফেব্রুয়ারি- এ মাসেই শুক্রের প্রভাব দেখা যাবে। বিবাহ ও শুভকাজ ভালোভাবে সম্পন্ন হবে। চলতি মাসেই দেশে যেকোনও আন্দোলন শুরু হতে পারে। এ মাসে জল সংক্রান্ত বিপর্যয় বা দুর্ঘটনা ঘটতে পারে।
 

Advertisement
মার্চ
 • 4/13

মার্চ- বছরের তৃতীয় মাসে আর্থিকভাবে বড় নিয়ম তৈরি হতে পারে। মুদ্রাস্ফীতিতে বিশেষ স্বস্তি মিলবে না। বড় বড় অর্থনৈতিক সংস্কার এবং বড় বড় কেলেঙ্কারি এই সময়ে সামনে আসবে। এ সময় বিচারের বড় সিদ্ধান্ত বেরিয়ে আসতে পারে।
 

এপ্রিল
 • 5/13

এপ্রিল- এ মাসে বড় রাজনীতিকদের জন্য সমস্যা দেখা দিতে পারে। রাজনৈতিক উত্থান-পতন ও ক্ষমতার পরিবর্তনের পরিস্থিতি রয়েছে। এ মাসে রেল ও বিমান দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে।
 

মে
 • 6/13

মে- শনির প্রভাব এ মাসে মানুষকে স্বস্তি দেবে। মানুষ মুদ্রাস্ফীতি ও রোগ থেকে মুক্তি পাবে। এ মাসে কর্মসংস্থান ও কল্যাণের সুযোগ পাবেন। সাধারণ মানুষের আয় ও সমৃদ্ধি বৃদ্ধি পাবে।
 

জুন
 • 7/13

জুন- দেশ ও বিশ্বে বিতর্কের পরিস্থিতি তৈরি হবে। পরাশক্তিগুলোর মধ্যে যুদ্ধের পরিস্থিতি তৈরি হতে পারে। এ মাসে ভূমিকম্পের আভাস দেখা দিতে পারে। বিবাহের জন্য স্বস্তি মিলবে।
 

Advertisement
জুলাই
 • 8/13

জুলাই- এ মাসেও দুর্যোগ ও দুর্ঘটনার লক্ষণ দেখা যাচ্ছে। চলতি মাসে শেয়ারবাজারে ব্যাপক ওঠানামা দেখা যায়। সম্পত্তি খাতের উন্নতি হবে, রিয়েল এস্টেট খাতের উন্নতি হবে। এ মাসে অর্থ লেনদেনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত।
 

অগস্ট
 • 9/13

অগস্ট- মানুষের আর্থিক অবস্থার উন্নতি হবে। তাদের জীবনেউন্নতি হবে। মানুষ স্বাস্থ্য ও পারিবারিক বিষয়ে স্বস্তি পাবেন। সন্তান লাভ এবং সন্তানদের উন্নতির জন্য প্রচেষ্টা করতে এ মাসটি ভাল হবে।
 

সেপ্টেম্বর
 • 10/13

সেপ্টেম্বর- এ মাসে কর্মসংস্থানের সুযোগ মিলবে। চাকরির সুযোগ মিললে কাজ করা উচিত। মানুষ ঋণ ও আর্থিক সমস্যা থেকে মুক্তি পাবে। এই মাসে যতটা সম্ভব বাড়ির বড়দের খেয়াল রাখতে হবে।
 

অক্টোবর
 • 11/13

অক্টোবর- বৃহস্পতির প্রভাবে এ মাসে মানুষের জীবনে বড় ধরনের পরিবর্তন আসবে। বিয়ে ও সন্তানের বিষয় আগের থেকে ভালো হবে। এ মাসেই বড় সিদ্ধান্ত আসতে পারে আদালতের। দেশে ধর্মীয় বিষয়ে বিতর্ক হতে পারে।
 

Advertisement
নভেম্বর
 • 12/13

নভেম্বর- এ মাসে সমস্ত বিতর্ক থেকে মুক্তি মিলবে। মানুষের জীবন উন্নত হবে, যদিও কঠোর নিয়ম প্রযোজ্য হবে। এ মাসে ক্রীড়াজগতে বড় কৃতিত্ব দেখা যেতে পারে।
 

ডিসেম্বর
 • 13/13

ডিসেম্বর- এ মাসে দেশে বড় ধরনের রাজনৈতিক পরিবর্তন আসতে পারে। একটি বড় দলে বিভক্তি এবং রাজনীতিবিদদের ক্ষতি হতে পারে। শেয়ারবাজার ও মূল্যবান ধাতুতে দাম কম বেশি থাকতে পারে। এ মাসে বড় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বিশেষ যত্নশীল হতে হবে।
 

Advertisement