scorecardresearch
 
Advertisement
ধর্ম

Iskcon Rathyatra: ইসকন-এ নিয়মরক্ষা! এক রথেই জগন্নাথ-বলরাম-শুভদ্রা

ইসকনে রথযাত্রা
  • 1/7

করোনার বিধিনিষেধ মেনে মায়াপুর ইসকনে হল রথযাত্রা। করোনার কারণে, এবার ইসকনে ভক্ত সমাগম নিষিদ্ধ। সেই কারণে অনেকটাই যেন ফ্যাকাসে ইসকনের রথযাত্রা অনুষ্ঠান। 

ইসকনে রথযাত্রা
  • 2/7

আগে থেকেই ISCON সিদ্ধান্ত নিয়েছিল, এবছর একটি মাত্র রথে ৩ বিগ্রহকে চাপানো হবে। মাত্র ২০০ মিটার পরিক্রমা করবে রথ। 

ইসকনে রথযাত্রা
  • 3/7

সেই মতোই একটি রথে তিন বিগহ নিয়ে মাত্র ২০০ মিটার দড়িতে টান দিলেন ভক্তরা। বাইরের দর্শনার্থীদের এবার রথযাত্রা অনুষ্ঠানে অংশ নিতে দেওয়া হয়নি। 

Advertisement
ইসকনে রথযাত্রা
  • 4/7

মন্দির কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে, বিকেল চারটে পর্যন্ত মন্দির চত্বরে কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না। 

ইসকনে রথযাত্রা
  • 5/7

ইসকনে রথযাত্রা শুরু হওয়ার পর থেকে দিন যত গড়িয়েছে ততই অনুষ্ঠাম জাঁকজকমপূর্ণ হয়েছে। তবে এবার ছবিটা আলাদা। 

ইসকনে রথযাত্রা
  • 6/7

তিবার মন্দির চত্বরে মেলা বসে। ভিড় করেন ভক্তরা। সাতদিন ধরে চলে অনুষ্ঠান। তবে এবার সে সব দেখা যাচ্ছে না। 
 

ইসকনে রথযাত্রা
  • 7/7

তবে ভক্ত না থাকলেও রীতি-প্রথায় কমতি রাখেনি কর্তৃপক্ষ। নির্দিষ্ট নিয়ম মেনেই রথযাত্রা সম্পন্ন হয়েছে। 

Advertisement