scorecardresearch
 
Advertisement
ধর্ম

Janmashtami 2021: বেলুড় মঠে জন্মাষ্টমীতে কাঠামো পুজো, খুলল দেবীর আবাহনের নান্দীমুখ

Janmashtami _2021_celebration_at_Belur_Math_Kathamo_Puja_held_for_Durga_Pujo_abk_one
  • 1/16

আজ, সোমবার জন্মাষ্টমী (Janmashtami)। পালন করা হচ্ছে এই উৎসব। সব ছবি ও তথ্য: হিমাদ্রী ঘোষ

Janmashtami _2021_celebration_at_Belur_Math_Kathamo_Puja_held_for_Durga_Pujo_abk_two
  • 2/16

চিরাচরিত রীতি মেনে জন্মাষ্টমী (Janmashtami)-র সকালে বেলুড় মঠ (Belur Math)-এ দেবী দুর্গার কাঠামো পুজো (Kathamo Puja) দিয়ে শুরু হল এ বছরের দেবীর আবাহন।

Janmashtami _2021_celebration_at_Belur_Math_Kathamo_Puja_held_for_Durga_Pujo_abk_three
  • 3/16

স্বামীজী বিবেকান্দরেরর সময় প্রতিষ্ঠিত এই দুর্গাপুজো নয় নয় করে ১২১তম বর্ষে পদার্পণ করল।

Advertisement
Janmashtami _2021_celebration_at_Belur_Math_Kathamo_Puja_held_for_Durga_Pujo_abk_four
  • 4/16

ভাবগম্ভীর পরিবেশে মূল মন্দিরে শ্রী রামকৃষ্ণ দেবের মূর্তির ডান দিকে হয় এই কাঠামো পূজা।  চণ্ডীপাঠ পূজার্চনা ইত্যাদির মাধ্যমে হয় এই পূজা।

Janmashtami _2021_celebration_at_Belur_Math_Kathamo_Puja_held_for_Durga_Pujo_abk_five
  • 5/16

এক কথায় এবারের দেবী দুর্গার আবাহন শুরু হয়ে গেল বেলুড় মঠে।

Janmashtami _2021_celebration_at_Belur_Math_Kathamo_Puja_held_for_Durga_Pujo_abk_six
  • 6/16

যেহেতু এবারে করোনা পরিস্থিতি রয়েছে, সেই কারণে বহু বিধিনিষেধ থাকবে এবারের পুজোয়।

Janmashtami _2021_celebration_at_Belur_Math_Kathamo_Puja_held_for_Durga_Pujo_abk_seven
  • 7/16

আগে থেকেই জানিয়ে দিয়েছে বেলুড় মঠ।

Advertisement
Janmashtami _2021_celebration_at_Belur_Math_Kathamo_Puja_held_for_Durga_Pujo_abk_eight
  • 8/16

দুর্গাপুজোর সময় পুজোর নিয়ম যেভাবে পালন করে আসছিল, এতদিন ধরে সেই ভাবেই পালন করা হবে।

Janmashtami _2021_celebration_at_Belur_Math_Kathamo_Puja_held_for_Durga_Pujo_abk_nine
  • 9/16

তবে বাইরের কাউকে ভেতরে ঢুকেত দেওয়ার অনুমতি দেওয়া হবে না।

Janmashtami _2021_celebration_at_Belur_Math_Kathamo_Puja_held_for_Durga_Pujo_abk_ten
  • 10/16

এবং অষ্টমীর দিন কুমারী পুজো হবে। 

Janmashtami _2021_celebration_at_Belur_Math_Kathamo_Puja_held_for_Durga_Pujo_abk_eleven
  • 11/16

এই কুমারী পুজোর জন্য বেলুড় মঠে প্রচুর মানুষজন ভিড় করেন পুজোর দেখার জন্য।

Advertisement
Janmashtami _2021_celebration_at_Belur_Math_Kathamo_Puja_held_for_Durga_Pujo_abk_twelve
  • 12/16

এবং পুজোর পর ভোগ গ্রহণে সেই একই ভিড় দেখা যেত।

Janmashtami _2021_celebration_at_Belur_Math_Kathamo_Puja_held_for_Durga_Pujo_abk_krishna
  • 13/16

কিন্তু এবার এসে দৃশ্য আর দেখা যাবে না।

Janmashtami _2021_celebration_at_Belur_Math_Kathamo_Puja_held_for_Durga_Pujo_abk_one_krishna
  • 14/16

করোনা বিধি মেনে এবারের পুজো করবেন বলে জানিয়েছেন বেলুড় মঠ কর্তৃপক্ষ।

Janmashtami _2021_celebration_at_Belur_Math_Kathamo_Puja_held_for_Durga_Pujo_abk_nine_krishna
  • 15/16

গুরু পূর্ণিমা উপলক্ষে বেলুড় মঠ একদিনের জন্য দর্শনার্থীদের জন্য খুলে রেখেছিল কর্তৃপক্ষ। সকাল সাড়ে সাতটা থেকে সকাল ১১টা পর্যন্ত এবং বিকেল চারটে থেকে সাড়ে পাঁচটা অবধি দর্শনার্থীদের জন্য খোলা বেলুড় মঠ।

Advertisement
Janmashtami _2021_celebration_at_Belur_Math_Kathamo_Puja_held_for_Durga_Pujo_abk_krishna_howrah
  • 16/16

কিন্তু মানুষ বৃষ্টি উপেক্ষা করে তাঁর গুরুদেবের আশীর্বাদ গ্রহণের জন্য হাজির সেখানে। গুরু পূর্ণিমায় দর্শনার্থীর ভিড়। করোনা সংক্রমণ রুখতে একগুচ্ছ ব্যবস্থা রয়েছে সেখানে।

বেলুড় মঠে বৃষ্টির মধ্যেও লোকে লাইন দিয়ে বেলুড় মঠের মন্দির দর্শন করছেন। এবং সেখান থেকে সারদা মন্দির এবং তাঁর নিজেদের গুরুর সঙ্গে দেখা করে আশীর্বাদ গ্রহণ করে বাড়ি ফিরছেন মানুষ। আনন্দিত যে এতদিন পর বেলুড় মঠ খুলেছে। করোনা কারণে অনেক কিছুই বদল এসেছে সেখানে। সব তথ্য ও ছবি: হিমাদ্রী ঘোষ

Advertisement