scorecardresearch
 
Advertisement
ধর্ম

Janmashtami 2022 Shubh Yog: আজ দুই বিরল যোগে করুন জন্মাষ্টমীর পুজো, পূরণ হবে সব ইচ্ছে

Janmashtami 2022 Shubh Yog: আজ দুই বিরল যোগে করুন জন্মাষ্টমীর পুজো, পূরণ হবে সব ইচ্ছে
  • 1/8

Janmashtami 2022 Shubh Yog: পঞ্চাঙ্গ মতে, প্রতি বছর ভাদ্র পক্ষের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে জন্মাষ্টমী উদযাপিত হলেও এ বছর অষ্টমী তিথি দুই দিন হওয়ায় জন্মাষ্টমী কোন দিন করা উচিত তা নিয়ে সংশয় রয়েছে মানুষের মধ্যে।

Janmashtami 2022 Shubh Yog: আজ দুই বিরল যোগে করুন জন্মাষ্টমীর পুজো, পূরণ হবে সব ইচ্ছে
  • 2/8

১৮ আর ১৯ অগাস্ট পালিত হবে। কিছু লোক বিশ্বাস করে যে ভগবান শ্রীকৃষ্ণ রাত ১২টায় জন্মগ্রহণ করেছিলেন। তাই ১৮ অগাস্ট জন্মাষ্টমী উদযাপন করা উচিত।

Janmashtami 2022 Shubh Yog: আজ দুই বিরল যোগে করুন জন্মাষ্টমীর পুজো, পূরণ হবে সব ইচ্ছে
  • 3/8

আপনি যদি ১৮ অগাস্ট জন্মাষ্টমী উদযাপন করতে চান তাহলে জেনে নিন, এই দিনটি পুজোর জন্য অত্যন্ত শুভ। কারণ, এই দিনে ২টি বিরল শুভ যোগ তৈরি হচ্ছে।

Advertisement
Janmashtami 2022 Shubh Yog: আজ দুই বিরল যোগে করুন জন্মাষ্টমীর পুজো, পূরণ হবে সব ইচ্ছে
  • 4/8

এমন বিরল যোগে ভগবান শ্রী কৃষ্ণ ও রাধাকে পুজো করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বিশ্বাস করা হয় যে, এই দিনে ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করলে বিনা বাধায় সমস্ত কাজ সম্পন্ন হয়, পূরণ হয় মনবাঞ্ছা।

Janmashtami 2022 Shubh Yog: আজ দুই বিরল যোগে করুন জন্মাষ্টমীর পুজো, পূরণ হবে সব ইচ্ছে
  • 5/8

শাস্ত্র অনুসারে, ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রাত ১২টায় ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল। জন্মের সময় রোহিণী নক্ষত্র ছিল। পঞ্চাঙ্গ অনুসারে, এবার অষ্টমী তিথি শুরু হবে ১৮ অগাস্ট, বৃহস্পতিবার রাত ৯টা ২১ মিনিট থেকে এবং তিথি শেষ হবে ১৯ অগাস্ট, শুক্রবার রাত ১১টায়।

Janmashtami 2022 Shubh Yog: আজ দুই বিরল যোগে করুন জন্মাষ্টমীর পুজো, পূরণ হবে সব ইচ্ছে
  • 6/8

অনেকেই ১৮ অগাস্ট জন্মাষ্টমীর উপবাস ও পুজো করবে। পঞ্চাং অনুসারে, ১৮ অগাস্ট, দুটি অত্যন্ত শুভ যোগ, বৃদ্ধি যোগ এবং ধ্রুব যোগও গঠিত হচ্ছে। এমন পরিস্থিতিতে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর গুরুত্ব বেড়ে গিয়েছে এই দিনে।  

Janmashtami 2022 Shubh Yog: আজ দুই বিরল যোগে করুন জন্মাষ্টমীর পুজো, পূরণ হবে সব ইচ্ছে
  • 7/8

পঞ্চাঙ্গ অনুসারে, বৃদ্ধি যোগ ১৭ অগাস্ট রাত ৮টা ৫৭ মিনিট থেকে শুরু হয়েছে এবং এই বৃদ্ধি যোগ ১৮ অগাস্ট রাত ৮টা ৪২ মিনিট পর্যন্ত থাকছে।

Advertisement
Janmashtami 2022 Shubh Yog: আজ দুই বিরল যোগে করুন জন্মাষ্টমীর পুজো, পূরণ হবে সব ইচ্ছে
  • 8/8

অন্যদিকে, দ্বিতীয় শুভ যোগ - ধ্রুব যোগ ১৮ অগাস্ট রাত ৮টা ৪১ মিনিট থেকে শুরু হবে এবং ১৯ অগাস্ট রাত ৮টা ৫৯ মিনিট পর্যন্ত থাকবে। শাস্ত্র মতে, এই দুটি শুভ যোগই রাধা-কৃষ্ণের পুজোর জন্য অত্যন্ত শুভ। এই যোগে যে উপাসনা করা হয় তা নবায়নযোগ্য পুণ্য লাভ হতে পারে।

Advertisement