scorecardresearch
 
Advertisement
ধর্ম

অমাবস্যার ঠিক কোন মুহূর্তে কালীপুজোয় কাটবে সব বাধা-বিপত্তি? রইল বিস্তারিত

অমাবস্যার ঠিক কোন মুহূর্তে কালীপুজোয় কাটবে সব বাধা-বিপত্তি?
  • 1/10

সামনেই কালীপুজো। দুর্গাপুজো এবং লক্ষী পুজোর পরেই সকলে অপেক্ষা করে থাকেন কালীপুজোর। শ্যামা মায়ের আরাধনায় যাতে কোনো ত্রুটি না থাকে, তাই তার চেষ্টায় ইতিমধ্যে তার প্রস্তুতি শুরু হয়ে গেছে জোর কদমে। 

অমাবস্যার ঠিক কোন মুহূর্তে কালীপুজোয় কাটবে সব বাধা-বিপত্তি?
  • 2/10

শাস্ত্র মতে এই বছরের কালী পুজো পড়েছে ১৪ নভেম্বর। অনেকের বাড়িতেই ঐদিন লক্ষ্মী পুজো হয়।

অমাবস্যার ঠিক কোন মুহূর্তে কালীপুজোয় কাটবে সব বাধা-বিপত্তি?
  • 3/10

কার্তিক মাসের কৃষ্ণা অমাবস্যা তিথিতে হয় কালীপুজো। তবে সব নিয়ম মেনে খুব নিষ্ঠা করে করতে হয় মা কালীর পুজো।  

Advertisement
অমাবস্যার ঠিক কোন মুহূর্তে কালীপুজোয় কাটবে সব বাধা-বিপত্তি? (ছবি সৌজন্য ফেসবুক)
  • 4/10

কার্তিক মাসের এই পুজোকে দীপান্বিতা কালীপূজাও বলা হয়। যেটি ভারতের অনেক স্থানে দীপাবলি নামে পরিচিত।

অমাবস্যার ঠিক কোন মুহূর্তে কালীপুজোয় কাটবে সব বাধা-বিপত্তি?
  • 5/10

জেনে নিন এই বছর অমাবস্যার কোন ক্ষণে পুজো করলে দূর হবে আপনার সব বাঁধা বিপত্তি। 

অমাবস্যার ঠিক কোন মুহূর্তে কালীপুজোয় কাটবে সব বাধা-বিপত্তি? (ছবি সৌজন্য ফেসবুক)
  • 6/10

আগামী ১৪ নভেম্বর দুপুর ২.১৭ মিনিটে শুরু হচ্ছে অমাবস্যা এবং থাকছে ১৫ অক্টোবর বেলা ১০.৩৬ মিনিট অবধি। তাই ১৪ নভেম্বর রাতভর চলবে শ্যামা মায়ের আরাধনা।

অমাবস্যার ঠিক কোন মুহূর্তে কালীপুজোয় কাটবে সব বাধা-বিপত্তি?
  • 7/10

কালীপুজোর দিন সমস্ত সতীপীঠে বিশেষভাবে পূজিত হন মা কালী। তাছাড়াও সমস্ত কালী মন্দিরে, অনেক ক্লাবে এবং বাড়িতেও আরাধনা করা হয় শ্যামা মায়ের।
 

Advertisement
অমাবস্যার ঠিক কোন মুহূর্তে কালীপুজোয় কাটবে সব বাধা-বিপত্তি? (ছবি সৌজন্য ফেসবুক)
  • 8/10

 পুরাণ মতে কালী পুজোর অমাবস্যা তিথিতে নিষ্ঠা করে সব নিয়ম পালন করে মা কালীর পুজো করলে ঐশ্বরিক আশীর্বাদ এবং আধ্যাত্মিক জ্ঞান লাভ হয়।
 

অমাবস্যার ঠিক কোন মুহূর্তে কালীপুজোয় কাটবে সব বাধা-বিপত্তি? (ছবি সৌজন্য ফেসবুক)
  • 9/10

তবে সাবধান! কালীপুজোর নিয়মে কোনো ত্রুটি হলে মা কালী রুষ্ট হন এবং আপনার হতে পারে কোনো ঘোর অমঙ্গল।
 

অমাবস্যার ঠিক কোন মুহূর্তে কালীপুজোয় কাটবে সব বাধা-বিপত্তি? (ছবি সৌজন্য ফেসবুক)
  • 10/10

তবে বলা হয়, মা কালীকে মন থেকে কেউ আরাধনা করলে ভক্তের ডাকে সাড়া দেন দেবী।

Advertisement