দক্ষিণ কলকাতার জনপ্রিয় পুজোগুলির মধ্যে বালিগঞ্জ ২১ পল্লির পুজো জনপ্রিয়। এই বছর তাঁদের ৭৪ তম বর্ষে পদার্পণ।
২১ পল্লির এই বছরের থিম 'কর্মচক্র'। কর্মের আবর্তন থেকে পরিবর্তন এবং সময়ের সঙ্গে তার রূপান্তরকেই ফুটিয়ে তোলা হয়েছে এই পুজো মন্ডপে।
পালকি থেকে হাতে টানা রিক্সা, পরিবহনের বদলে যাওয়া ধরণ ও মানুষের কর্মজীবন, সবই ফুটে উঠেছে 'কর্মচক্রের' মাধ্যমে।
এমনকি পটের মাধ্যমে তুলে ধরা হয়েছে এই বছরের করোনা চিত্র। মধুবানী চিত্রশিল্প ছাড়াও রয়েছে আরও বিশেষ কিছু চমক।
এই পুজো মণ্ডপের লাইভ 'ডেকর' মনোযোগ আকর্ষণকারী। রিকশা চালক,জলবাহক, কুলি,ভ্রমণকারী, বায়োস্কোপওয়ালা এই রকমের সমাজের বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিরা দাঁড়িয়েছিল মূর্তি আকারে।
সত্যিকারের মানুষ এই সমস্ত সমাজের লোক এবং তাঁদের জীবিকাকে প্রতিনিধিত্ব করেছেন এখানে। যার ফলে তাঁদের লকডাউনের জেরে দীর্ঘদিনের বন্ধ হয়ে যাওয়া জীবিকার ক্ষেত্রেও কিছুটা উপকার হয়েছে।
শিল্পী বাপাই সেন-র ভাবনায় তৈরি হয়েছে এই পুজো মণ্ডপ। শিল্পী মনে করেন মানুষের কর্মের চাকা ঘুরবেই।