scorecardresearch
 
Advertisement
ধর্ম

Maha Shivratri 2021: ভারতের এই ১০ শিব মন্দিরে তীর্থ করলে পুণ্য হবেই, দেখুন PHOTOS

শিব
  • 1/11

দেবাদিদেব মহাদেবের আরাধনা করার সর্বশ্রেষ্ঠ দিন মহা শিবরাত্রি। এদিন ভক্তি মনে পুজো করলে বাবা ভোলেনাথের ভক্তদের মনবাঞ্ছা পূরণ হয়। ভারতবর্ষের প্রায় প্রতিটি রাজ্যেই শিব মন্দির আছে। চলুন জানা যাক কোথায় কোন মন্দির অবস্থিত।

অমরনাথ মন্দির
  • 2/11

অমরনাথ মন্দির, কাশ্মীর

অমরনাথ, ভারতের পরিচিত তীর্থ স্থানগুলির মধ্যে অন্যতম। এখানে পৌঁছানো সকলের পক্ষে সম্ভব হয় না। এটি সমতল থেকে ৩,৮৮৮ মিটার (১২,৭৫৬ ফুট) উঁচু একটি গুহাতে অবস্থিত। গুহাটির চারিদিকের পাহাড়গুলি সাদা তুষারে আবৃত থাকে বছরের অনেক মাস। এমনকি এই গুহার প্রবেশপথও বরফ ঢাকা পরে যায়। অমরনাথের গুহাতে চুইয়ে পড়া জল জমে শিবলিঙ্গের আকার ধারণ করে।  
 

কেদারনাথ
  • 3/11

কেদারনাথ, উত্তরাখণ্ড 

হিন্দুদের অন্যতম প্রধান তীর্থস্থান কেদারনাথ। এই মন্দিরে যাওয়ার জন্য কোনও সড়কপথ নেই। ১২ টি জ্যোতির্লিঙ্গের একটি কেদারনাথে অবস্থিত। 
 

Advertisement
কাশী বিশ্বনাথ
  • 4/11

কাশী বিশ্বনাথ, উত্তর প্রদেশ

সনাতন ঐতিহ্য এবং নিটোল বিশ্বাস ও আস্থার শহর বারাণসী। কথায় বলে বারাণসী না গেলে আসলে ভারতবর্ষকে চেনা যায় না। গঙ্গা নদীর তীরে অবস্থিত এই মন্দিরও ১২ টি জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি। মন্দিরের ১৫.৫ মিটার উঁচু চূড়াটি সোনায় মোড়া। 
 

সোমনাথ মন্দির
  • 5/11

সোমনাথ মন্দির, গুজরাট 

এই শিব মন্দির ১২ টি জ্যোতির্লিঙ্গের মধ্যে পবিত্রতম। সোমনাথ মন্দিরটি ‘চিরন্তন পীঠ’ নামে পরিচিত। কারণ অতীতে ছয় বার ধ্বংসপ্রাপ্ত হলেও মন্দিরটি সত্বর পুনর্নিমিত হয়। এই মন্দিরের শিব, 'সোমেশ্বর মহাদেব' নামে পরিচিত।
 

মুরুদেশ্বর মন্দির
  • 6/11

মুরুদেশ্বর মন্দির, কর্ণাটক

আরব সাগরের তীরে অবস্থিত কর্ণাটকে, বিশ্বের দ্বিতীয় উচ্চতম শিব মূর্তি মুরুদেশ্বর মন্দিরে রয়েছে৷ শিবের ওপর নাম মুরুদেশ্বর। 

তারকেশ্বর মন্দির
  • 7/11

তারকেশ্বর মন্দির, পশ্চিমবঙ্গ

হুগলী জেলার তারকেশ্বর শহরে অবস্থিত শিবমন্দির। পশ্চিমবঙ্গের শিব মন্দিরগুলির মধ্যে এটি অন্যতম ও বহু প্রাচীন। প্রতি বছর শ্রাবণ মাসে ও বিশেষ দিনগুলিতে এখানে ভক্তদের সমাগম হয়। 
 

Advertisement
কোটিলিঙ্গেশ্বর
  • 8/11

কোটিলিঙ্গেশ্বর , কর্ণাটক 

এই শিব মন্দিরের বৈশিষ্ট্য হল এখানে এক কোটি শিব লিঙ্গ রয়েছে। এছাড়াও এখানে ৩৩ মিটার উঁচু শিব লিঙ্গ রয়েছে। 

লিঙ্গরাজ মন্দির
  • 9/11

লিঙ্গরাজ মন্দির, ওড়িশা  

লিঙ্গরাজ মন্দিরটি ভুবনেশ্বরের সব থেকে বড় মন্দির। এখানে শিব এবং বিষ্ণুর মিলিত রূপ হরিহরের নামে বিরাজ করছেন।
 

বৈদ্যনাথ মন্দির
  • 10/11

বৈদ্যনাথ মন্দির, ঝাড়খণ্ড 

 ১২ টি জ্যোতির্লিঙ্গের একটি বৈদ্যনাথ মন্দিরে অবস্থিত। বৈদ্যনাথ মন্দির চত্বরে মূল বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গের মন্দির ছাড়াও আরো ২১টি মন্দির আছে। তাছাড়াও কথিত আছে , রাবণ এখানে শিবকে খুশি করার জন্য তপস্যা করেছিলেন। 

ত্রিম্বকেশ্বর মন্দির
  • 11/11

ত্রিম্বকেশ্বর মন্দির, মহারাষ্ট্র

পুরাণ মতে শোনা যায় স্ত্রী অহল্যাকে নিয়ে মহর্ষি গৌতম মহারাষ্ট্রের এই স্থানে বাস করতেন। সেখানে নদী নিয়ে আসার জন্য শিবের কাছে প্রার্থনা জানান ঋষি৷ তারপরই তাঁর সেই প্রার্থনা পূরণ করেন মহাদেব। সেই কাহিনিকে স্মরণ করেই শিবের ত্রিম্বকেশ্বর মন্দির স্থাপিত হয়েছে।  

Advertisement