scorecardresearch
 
Advertisement
ধর্ম

Money Plant Vastu Tips: মানি প্ল্যান্ট লাগানোর সময় নজর রাখুন এই নিয়মগুলিতে! ধনলক্ষ্মীর আশীর্বাদ মিলবে

money plant vastu tips for wealth and get blessings of goddess laxmi -মানি প্ল্যান্ট
  • 1/9

অনেকেই বাড়িতে গাছ লাগাতে পছন্দ করেন। যত দিন যাচ্ছে রকমারি ইনডোর গাছগুলি হয়ে উঠছে ঘর সাজানোর অঙ্গ। সেরকমই পরিচিত হচ্ছে মানি প্ল্যান্ট, যা বাড়ির বাস্তুর জন্যেও খুব গুরুত্বপূর্ণ। অর্থনৈতিক অবস্থা ভাল করতে ও পজিটিভিটি বাড়াতে এই গাছ অত্যন্ত কাজে লাগে বলে জানা যায় বস্তু শাস্ত্র থেকে।
 

money plant vastu tips for wealth and get blessings of goddess laxmi -মানি প্ল্যান্ট
  • 2/9

তবে বাড়িতে মানি প্ল্যান্ট লাগানোর কিছু নিয়ম আছে। বাস্তু শাস্ত্র মতে, এই নিয়মগুলি মেনে চলা জুরুরি। এগুলি মেনে চলতে গৃহে- সংসারে অর্থের অভাব হয় না। আসুন জানা যাক বিস্তারিত। 
 

money plant vastu tips for wealth and get blessings of goddess laxmi -মানি প্ল্যান্ট
  • 3/9

বাস্তু মতে, দক্ষিণ-পূর্ব দিকে মানি প্ল্যান্ট রাখা শুভ। এটি অর্থনৈতিক অবস্থার উন্নতি করে। ঘরে সুখ ও শান্তি বজায় রাখতে দড়ি বা কোনও কঞ্চির সাহায্যে মানি প্ল্যান্টকে উপরের দিকে বেঁধে রাখুন। এর ফলে আপনার প্রতিপত্তি বৃদ্ধি পাবে।

Advertisement
money plant vastu tips for wealth and get blessings of goddess laxmi -মানি প্ল্যান্ট
  • 4/9

বাড়ির উত্তর দিকের প্রবেশদ্বারে মানি প্ল্যান্ট রাখলে, নতুন আয়ের উৎস খুলবে। সেই সঙ্গে সাফল্য আসবে জীবনে। 

money plant vastu tips for wealth and get blessings of goddess laxmi -মানি প্ল্যান্ট
  • 5/9

মানি প্ল্যান্ট কখনও শুকনো রাখা চলবে না। নিয়মিত সময় করে জল দিতে হবে, এতে পরিবারের অর্থনৈতিক অবস্থা সচল থাকবে। 

money plant vastu tips for wealth and get blessings of goddess laxmi -মানি প্ল্যান্ট
  • 6/9

মানি প্ল্যান্ট কখনই বাড়ির বাইরে রাখা উচিত নয়। এটি সর্বদা বাড়ির ভিতরে রাখার নিয়ম। এছাড়াও, এটি জনসাধারণের দৃষ্টির আড়ালে রাখা ভাল। মনে করা হয় খারাপ লোকেদের কুনজরে এই গাছটি শুকিয়ে যায়। সুতরাং, এটি বাড়ির অভ্যন্তরে এবং মানুষের চোখর আড়ালে রাখুন।''

money plant vastu tips for wealth and get blessings of goddess laxmi -মানি প্ল্যান্ট
  • 7/9

কাঁচের পাত্র বা সবুজ রঙের পাত্রে এই গাছ রাখলে, ধন -সম্পদ বৃদ্ধি পায়। অন্যদিকে লাল রঙের পাত্র মানি প্ল্যান্টের জন্য এড়িয়ে চলা ভাল। না হলে দুঃখ -দুর্দশা আসার সম্ভাবনা থাকে। 

Advertisement
money plant vastu tips for wealth and get blessings of goddess laxmi -মানি প্ল্যান্ট
  • 8/9

মানি প্ল্যাট এলোমেলোভাবে বড় হয়। তাই সুফল পাওয়ার জন্য, সব সময় বড় পাত্রে এটি রাখা উচিত। 

money plant vastu tips for wealth and get blessings of goddess laxmi -মানি প্ল্যান্ট
  • 9/9

মানি প্ল্যান্টকে ধন -সম্পদের চিহ্ন বলে মনে করা হয়।  এই গাছ কেনার সময় লক্ষ্য রাখতে হবে, সবুজ রং যত গাঢ় হবে তত শুভ ফল মিলবে এবং আর্থিক অবস্থার উন্নতি হবে 

Advertisement