Advertisement
ধর্ম

Names Start With S Personality: স, শ বা S দিয়ে নাম শুরু হলে ব্যক্তিত্ব কেমন হয়? মিলিয়ে নিন

জ্যোতিষ
  • 1/10

জ্যোতিষ মতে, মানুষের নামের আদ্যক্ষর থেকে জাতক বা জাতিকার ভাগ্যে প্রভাব পড়তে পারে। এর ফলে তাঁর জীবনের ও চরিত্রের বিভিন্ন দিক প্রভাবিত হতে পারে।
 

'স' বা 'শ'
  • 2/10

'স' বা 'শ' দিয়ে নাম শুরু হলে সেই ব্যক্তির ভবিষ্যত বা চরিত্র কেমন হয়, জেনে নিন
 

স-শ
  • 3/10

স-শ নামের ব্যক্তিরা আত্মবিশ্বাসী হন। পরিস্থিত যেমনই হোক তাঁরা সমাধান বের করেন। 

Advertisement
 স-শ
  • 4/10


স-শ নামের ব্যক্তিদের থাকে প্রবল ইচ্ছাশক্তি। যে কোনও পরিস্থিতিতে সহজেই মানিয়ে নিতে পারেন।

পেশা
  • 5/10

পেশার দিক থেকেও সাফল্য অর্জন করে। কাজের নিরিখে সকলের মন জয় করে সাফল্য পান।

 'স' বা 'শ'
  • 6/10


'স' বা 'শ' দিয়ে নাম শুরু হলে অত্যন্ত বুদ্ধিমান হন। প্রেমের ক্ষেত্রেও এরা সফল। 

সঙ্গী কিংবা সঙ্গিনী
  • 7/10

সঙ্গী কিংবা সঙ্গিনীর প্রতি অত্যন্ত বিশ্বস্ত থাকেন। তবে রোম্যান্টিক হন না। প্রেমের বিষয়ে খুব বন্ধুর মতো, প্র্যাকটিকাল থাকেন।

Advertisement
এরা কোনও কারণে
  • 8/10

এরা কোনও কারণে ধাক্কা খেলেও সহজে ভেঙে পড়েন না। নতুন করে শুরু করেন। 

জীবনের শুরু
  • 9/10


জীবনের শুরুতে এঁরা সবাইকে বিশ্বাস করেন বলে বেশিরভাগ সময়ে ঠকে যান।

সাফল্যের তাড়না
  • 10/10

সাফল্যের তাড়নায় এই নামের ব্যক্তিরা ভুল করে ফেলেন। আবেগের বশে সিদ্ধান্ত নেন। তাই সতর্ক হোন।

Advertisement