scorecardresearch
 
Advertisement
ধর্ম

Puri Jagannath Temple : ভক্তদের জন্য খুলছে পুরীর মন্দির, কবে? মানতে হবে শর্তও

পুরী মন্দির
  • 1/7

আবারও দর্শনার্থীদের জন্য খুলছে পুরীর জগন্নাথ মন্দির (Puri Jagannath Mandir)। আগামী ১৬ তারিখ খুলছে দেওয়া হচ্ছে সাধারণ দর্শনার্থীদের জন্য। 

পুরী মন্দিরের বিগ্রহ
  • 2/7

তবে মন্দিরে ঢুকতে গেলে ভ্যাকসিন সার্টিফিকেট বা কোভিড নেগেটিভ রিপোর্ট (Covid Negative Report) বাধ্যতামূলক। 

পুরী মন্দির
  • 3/7

এই বিষয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠকের পর শ্রী জগন্নাথ মন্দির প্রশাসনের মুখ্য প্রশাসক কৃষ্ণ কুমার জানান, ১৬ তারিখ থেকে ৫ দিন পুরীর বাসিন্দারা প্রভূকে প্রণাম জানাতে পারবেন। সকাল ৭টা থেকে রাত্রি ৮টা পর্যন্ত খোলা থাকবে মন্দির।

Advertisement
পুরী মন্দির
  • 4/7

পাশাপাশি বাইরের ভক্তরা ২৩ তারিখ থেকে মন্দিরে ঢুকতে পারবেন। তবে শনি ও রবিবার বন্ধ থাকবে মন্দির।

পুরীর রথযাত্রা
  • 5/7

যদিও দর্শনের ক্ষেত্রে ভ্যাকসিনের দুটি ডোজের সার্টিফিকেট (Vaccine Double Dose Certificate), নয়ত বিগত ৯৬ ঘণ্টার মধ্য আরটিপিসিআর (RT-PCR) টেস্টের নেগেটিভ রিপোর্ট দেখান বাধ্যতামূলক করা হয়েছে। (ছবি সূত্র-পিটিআই)

পুরীর রথযাত্রা
  • 6/7

প্রসঙ্গত করোনা ভাইরাসের কারণে, গতবছরের মতো এবারে বিধিনিষেধ আরোপ করা হয় পুরীর রথযাত্রায়। প্রথা মেনে পুজার্চনা হলেও ভক্তদের জমায়েতের ওপরে বিধিনিষেধ আরোপ করা হয়। (ছবি সূত্র - পিটিআই)

পুরীর রথযাত্রা
  • 7/7

আর মন্দির কর্তৃপক্ষ সহ যাঁরা রথযাত্রায় অংশ নিয়েছিলেন তাঁদেরও মানতে হয় কোভিড বিধি। পুরী ছাড়া রাজ্যের অন্য কোথাও রথ যাতে বের করা না হয়, সেই নির্দেশ দেয় প্রশাসন। (ছবি সূত্র - পিটিআই)

Advertisement