আবারও দর্শনার্থীদের জন্য খুলছে পুরীর জগন্নাথ মন্দির (Puri Jagannath Mandir)। আগামী ১৬ তারিখ খুলছে দেওয়া হচ্ছে সাধারণ দর্শনার্থীদের জন্য।
তবে মন্দিরে ঢুকতে গেলে ভ্যাকসিন সার্টিফিকেট বা কোভিড নেগেটিভ রিপোর্ট (Covid Negative Report) বাধ্যতামূলক।
এই বিষয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠকের পর শ্রী জগন্নাথ মন্দির প্রশাসনের মুখ্য প্রশাসক কৃষ্ণ কুমার জানান, ১৬ তারিখ থেকে ৫ দিন পুরীর বাসিন্দারা প্রভূকে প্রণাম জানাতে পারবেন। সকাল ৭টা থেকে রাত্রি ৮টা পর্যন্ত খোলা থাকবে মন্দির।
যদিও দর্শনের ক্ষেত্রে ভ্যাকসিনের দুটি ডোজের সার্টিফিকেট (Vaccine Double Dose Certificate), নয়ত বিগত ৯৬ ঘণ্টার মধ্য আরটিপিসিআর (RT-PCR) টেস্টের নেগেটিভ রিপোর্ট দেখান বাধ্যতামূলক করা হয়েছে। (ছবি সূত্র-পিটিআই)
প্রসঙ্গত করোনা ভাইরাসের কারণে, গতবছরের মতো এবারে বিধিনিষেধ আরোপ করা হয় পুরীর রথযাত্রায়। প্রথা মেনে পুজার্চনা হলেও ভক্তদের জমায়েতের ওপরে বিধিনিষেধ আরোপ করা হয়। (ছবি সূত্র - পিটিআই)