scorecardresearch
 
Advertisement
ধর্ম

Saraswati Puja 2023 : রাজহাঁসই কেন দেবী সরস্বতীর বাহন? কারণ জানলে অবাক হবেন

দেবী সরস্বতী
  • 1/6

এসে গেল সরস্বতী পুজো (Saraswati Puja 2023)। বাগদেবীর আরাধনায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি (Basant Panchami 2023)। রাজহাঁসের পিঠে চড়ে মর্ত্যে আগমণ দেবীর, সঙ্গে বীণা ও পুস্তক। তাই তো তিনি বীণাপানি।

দেবী সরস্বতী
  • 2/6

কিন্তু কখনও কী মনে হয়েছে, রাজহাঁসই দেবীর বাহন কেন? কিংবা কেনই দেবীর সঙ্গে থাকে বীণা ও পুস্তক? 

দেবী সরস্বতী
  • 3/6

এই বিষয়ে বিভিন্ন জায়গায় যে ব্যাখ্যা দেওয়া হয়েছে সেই অনুযায়ী, দেবী সরস্বতী হলেন জ্ঞান ও বিদ্যারদেবী। আর বিদ্যাই মানুষকে ঠিক ভুলের বিচার করতে শেখায়। আবার রাজহাঁস অসারকে ফেলে শুধু সারকেই গ্রহণ করে। বলতে গেলে দুধ ও জলের মিশ্রণ থেকে শুধু দুধটুকুই গ্রহণ করে রাজহাঁস।

Advertisement
দেবী সরস্বতী
  • 4/6

আর সেই জন্যই দেবীর বাহন রাজহাঁস। আসলে দেবীর সঙ্গে রাজহাঁসের পুজো করা অর্থ হল, মানুষ যেন অসার, ভেজাল বা অসত্যকে বর্জন করে সর্বদা সঠিক ও সত্যের পথে চলে। 

দেবী সরস্বতী
  • 5/6

আর যেহেতু তিনি বিদ্যার দেবী, তাই খুব স্বাভাবিকভাবেই তাঁর সঙ্গে থাকে বইও। অন্যদিকে, শিল্পকলার দেবীও হলেন সরস্বতী। কথিত আছে, দেবী সরস্বতীর ভক্তরা সাধনার দ্বারা সিদ্ধিলাভ করলে বীণার ধ্বনি শুনতে পান। বীণার সুর ভীষণই মধুর। 

দেবী সরস্বতী
  • 6/6

তাই বিদ্যার্থীদেরও মুখ নিঃসৃত কথাও যেন মধুর ও সঙ্গীতময় হয়, সেই কারণেই মায়ের হাতে থাকে বীণা।  

আরও পড়ুন - সরস্বতী পুজোর সকালে কুয়াশা, বৃষ্টি মাটি করবে বাঙালির ভ্যালেন্টাইন? পূর্বাভাস

Advertisement