scorecardresearch
 
ধর্ম

Shani Asta 2021: শনির স্থান বদল! সাবধানে থাকতে হবে এই তিন রাশিকে

shani
 • 1/13

আগামী কয়েক দিন শনির দশায় বদল আসছে। জ্যোতিষশাস্ত্র মতে এই দিনগুলিতে কয়েকটি রাশিকে অত্যন্ত সাবধানতা অবলম্বন করতে হবে।জ্যোতিষবিদ প্রবীণ মিশ্রের মতে, শনি সূর্যের প্রভাবের উপর নির্ভর করে সমস্ত রাশির জাতক জাতিকাদের জীবনেও প্রভাব ফেলবে। 
 

Shani Asta
 • 2/13

কুম্ভ রাশির উচিত এই সময় বড় সিদ্ধান্ত না নেওয়ার। বাড়ির সকলের সঙ্গে কথা বলুন। কোনও বিনিয়োগ না করাই ভাল। ঘরে শান্তি বজায় থাকবে। 

Shani Asta
 • 3/13

মীনের ধৈর্য রাখতে হবে এই সময়। বড়দের সঙ্গে ঝামেলায় জড়াতে পারেন। আর্থিক ক্ষেত্রেও সমস্যা থাকবে। তবে পরিবারের সহায়তায় সেই সমাধান পেতে পারেন।

Shani Asta
 • 4/13

মকর রাশির জাতক জাতিকাদের জীবনে বড় প্রভাব পড়বে।  শিক্ষা এবং কর্ম ক্ষেত্রে সাফল্য ও উন্নতি থাকবে। এই সময় মন্দিরে গিয়ে প্রার্থনা করলে ভাল ফল মিলতে পারে। 
 

Shani Asta
 • 5/13

ধনু রাশির জন্য শুভাশুভ মিশ্র সময়। বেশ কিছু সমস্যার সমাধান হতে পারে৷ কাজের জায়গায় সঠিক রাস্তা খোঁজা বুদ্ধিমানের। শনির দশায় ক্ষতি হবে না। পরিস্থিতি আপনার হাতের মধ্যেই থাকবে। 
 

Shani Asta
 • 6/13

বৃশ্চিকের জন্য এই সময়টি খুব ভাল। কর্মে উন্নতি। সিকিউরিটি এজেন্সিতে যারা কাজ করেন তাদের জন্য ভালো খবর অপেক্ষা করছে। ইতিবাচক মনোভাব বজায় রাখুন। 
 

Shani Asta
 • 7/13

তুলা রাশির সময় মিশ্র। কাজের জায়গায় অনেকটা পরিশ্রম কর‍তে হবে। তবেই সাফল্য মিলবে। শনিদেব আপনার উপর সুপ্রসন্ন দৃষ্টি নিক্ষেপ করবেন। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ শেষ হতে পারে। 
 

Shani Asta
 • 8/13

কন্যার রাশর উপর শনির কোপ কম পড়বে এই সময়। সাফল্য পাওয়ার পাশাপাশি ব্যাংক ব্যালেন্সও বাড়বে। আয়ও বাড়বে পাল্লা দিয়ে। যদিও ব্যবসায় মন দিতে হবে। শিক্ষার্থীদের জন্য এই সময়টি খুব ভাল।
 

Shani Asta
 • 9/13

সিংহ রাশির সময় এসেছে নিজের আত্মবিশ্বাস এবং পরিবারের পাশে দাঁড়ানোর। ভ্রমণের যোগ রয়েছে। ভাল কাজ করলে সাফল্য অবশ্যাম্ভাবী। 
 

Shani Asta
 • 10/13

কর্কট রাশির জাতক জাতিকাদের খরচের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে৷ যদিও শনির দাপটে বেশ কিছু সমস্যায় পড়তে হতে পারে। যদিও চিন্তার কারণ নেই এই শনির দশাতেই দোষ কাটবে। 
 

Shani Asta
 • 11/13

মিথুনের ভাগ্যে সফলতা রয়েছে৷ আর্থিক ক্ষেত্রে আপনার দাপট বজায় থাকবে। পরিবারব শান্তি ও স্বাচ্ছন্দ্যে থাকবে। প্রতি শনিবার ৫ অভাবীদের সবুজ ফল দান করতে পারেন।
 

Shani Asta
 • 12/13

শনির দশায় বৃষের ভাগ্যে কিছুটা চিন্তা রয়েছে। আত্মবিশ্বাস একেবারে তলানিতে গিয়ে ঠেকতে পারে। বড় সিদ্ধান্ত নেওয়ার আগে গুরুজনদের সঙ্গে কথা বলুন। শান্ত থাকার চেষ্টা করুন নয়ত বিপাকে পড়তে পারেন।
 

Shani Asta
 • 13/13

মেষ রাশির জাতক জাতিকাদের উচিত এই সময় লেনদেন বন্ধ রাখা৷ কর্মে উন্নতি রয়েছে৷ যারা কঠোর পরিশ্রম করবে তারা সাফল্য পাবেই। তবে ধৈর্য হারাবেন না।