শুরু হয়েছে নবরাত্রি (Navratri)। নয় দিন ধরে দেবী দুর্গার নয় রূপ পূজিত হন। নবরাত্রির পুজো করার সময় বিশেষ কিছু নিয়ম পালন করতে হয়। কিছু কাজ এই সময়কালে একেবারেই করতে নেই। তাহলেই পরিবারে আসে সুখ, শান্তি -সমৃদ্ধি। দেখে নিন এই কয়েকদিন কোন নিয়মগুলি পালন করবেন।
এই নয় দিন বাড়িতে যদি আপনি ঘট পাতেন কিংবা বিশেষ পুজোর আয়োজন করেন, তাহলে কোনও মতেই বাড়ি ফাঁকা রাখবেন না।
নবরাত্রি চলাকালীন ভুলেও নখ, চুল, দাড়ি -গোঁফ কাটবেন না। অনেকে ছোট বাচ্চাদের এই সময় মাথা নেড়া করা হয়। যা শাস্ত্রে শুভ বলে বিবেচিত।
যারা নবরাত্রির বিশেষ ব্রত পালন করবেন, তাঁরা এই কয়েকদিন কালো রঙের কোনও জামাকাপড় পরবেন না। শুধু তাই না, এই নয় দিন অপরিষ্কার জমাকাপড় পরাও অশুভ।
যদি আপনি দুর্গা চল্লিশা, মন্ত্র বা সপ্তশতী পাঠ করেন, সেক্ষেত্রে সেই সময় কোনও কথা বলবেন না কারও সঙ্গে। না হলে নেগেটিভ এনার্জি গৃহে প্রবেশ করে। শুধু তাই না, উপবাস চলাকালীন চামড়ার বেল্ট, জুতো, ব্যাগ ব্যাবহার করবেন না।