Advertisement
ধর্ম

Shivratri 4 Prahar Timing & Mantra: শিব চতুর্দশীর ব্রত পালন করছেন? জানুন চার প্রহরের শুভক্ষণ, নিয়ম ও মন্ত্র

  • 1/14

মাঘ মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে শিবরাত্রি পালন করা হয়। 'শিবরাত্রি' কথাটা দুটি শব্দ থেকে এসেছে। 'শিব' ও 'রাত্রি', যার অর্থ শিবের জন্য রাত্রী। দেবাদিদেব মহাদেবের আরাধনা করার সর্বশ্রেষ্ঠ দিন মহা শিবরাত্রি। এদিন ভক্তি মনে পুজো করলে বাবা ভোলেনাথের ভক্তদের মনবাঞ্ছা পূরণ হয়। 
 

  • 2/14

শিবরাত্রির দিনক্ষণ (Shivratri Date & Auspicious Time)

এই বছর ১ মার্চ, মঙ্গলবার পড়েছে মহাশিবরাত্রির তিথি। ২৮ ফেব্রুয়ারি রাত ২.২৩ মিনিট থেকে ১ মার্চ রাত ১২.৩৯ মিনিট পর্যন্ত থাকবে শিব চতুর্দশীর তিথি। 
 

  • 3/14

নিশীথ কাল পুজোর সময়:  ২ মার্চ রাত ১২.০৮ মিনিট থেকে রাত ১২.৫৮ মিনিট পর্যন্ত। অর্থাৎ ৫০ মিনিট স্থায়ী হবে এবারের নিশীথ কাল।
 

Advertisement
  • 4/14

* প্রথম প্রহরের পুজোর সময়: সন্ধ্যা ৬:২১ থেকে ৯: ২৭ (১ মার্চ) মিনিট পর্যন্ত। 

* দ্বিতীয় প্রহরের পুজোর সময় : ১ মার্চ রাত ৯:২৭ থেকে ২ মার্চ রাত ১২:৩৩ মিনিট পর্যন্ত।  

* তৃতীয় প্রহরের পুজোর সময়: রাত ১২:৩৩ থেকে ভোর ৩:৩৯ (২ মার্চ) মিনিট পর্যন্ত।  

* চতুর্থ প্রহরের পুজোর সময় : ভোর ৩:৩৯ থেকে সকাল ৬:৪৫ (২ মার্চ) মিনিট পর্যন্ত।   
 

  • 5/14

শিবরাত্রি ব্রত পালনের উপকরণ

গঙ্গামাটি বা শুদ্ধ মাটি, বেল পাতা, গঙ্গা জল, দুধ, দই, ঘি, মধু, কলা, বেল, বেলের কাঁটা ও মহাদেবের পছন্দের কোনও ফুল। 

  • 6/14

শিবের পছন্দের ফুল

বেলপাতা,ধুতুরা, আকন্দ, অপরাজিতা, কলকে প্রভৃতি ফুল শিবের প্রিয় বলে জানা যায়। তবে মহাদেব বেলপাতাতেই সবচেয়ে বেশি তুষ্ট হন।  

  • 7/14

শিবরাত্রির সংযম পালনের নিয়ম 

ব্রত পালন করার আগের দিন সংযম করতে হয়। এদিন শ্যাম্পু -সাবান দিয়ে ভাল করে স্নান করতে হয়। সিদ্ধ চালের ভাত বা আমিষ খেতে নেই। আতপ চালের সিদ্ধ ভাত খাওয়ার নিয়ম এদিন। এছাড়া কেউ চাইলে ময়দার  তৈরি খাবারও খেতে পারেন। তবে সন্দক লবণ দিয়েই রান্না করতে হয়। এদিন সাধারণ লবণ একদমই খেতে নেই। শিবরাত্রির দিন মহা মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করলে শক্তি বাড়ে। 
 

Advertisement
  • 8/14

চার প্রহরে পুজোর নিয়ম ও মন্ত্র  (4 Prahar Puja Rules & Mantra)

বাড়িতে প্রতিষ্ঠিত শিব থাকলে তাতে চার প্রহরে, চার বার পুজো করতে হয়। তা নাহলে মন্দিরে গিয়েও শিবলিঙ্গে জল ঢালতে পারেন। 
 

  • 9/14

প্রথম প্রহরে দুধ দিয়ে স্নান করাতে হয়। 

* মন্ত্র- ইদং স্নানীয়দুগ্ধং ওঁ হৌঁ ঈশানায় নমঃ।  

  • 10/14

দ্বিতীয় প্রহরে দই দিয়ে স্নান করানোর নিয়ম।  

 * মন্ত্র- ইদং স্নানীয়ং দধি ওঁ হৌঁ অঘোরায় নমঃ।  
 

  • 11/14

তৃতীয় প্রহরে ঘি দিয়ে স্নান করাতে হয়।  

* মন্ত্র- ইদং স্নানীয়ং ঘৃতং ওঁ হৌঁ বামদেবায় নমঃ।  
 

Advertisement
  • 12/14

চতুর্থ প্রহরে মধু দিয়ে শিবকে অবশ্যই স্নান করাতে হয়। 

* মন্ত্র- ইদং স্নানীয়ং মধু হৌঁ সদ্যোজাতায় নম। 

 এছাড়াও প্রতি প্রহরে উৎসর্গ করা খাবারও আলাদা আলাদা হয়। 
 

  • 13/14

শিবরাত্রির প্রণাম মন্ত্র (Shivratri Pranam Mantra)

ওঁ অবিঘ্নেন ব্রতং দেব ত্বৎপ্রসাদাৎ সমর্পিতম।  
ক্ষমস্ব জগতাং নাথ ত্রৈলোক্যাধিপতে হর।।
যন্মায়াদ্য় কৃতং পুণ্যং তদ্রুদস্য নিবেদিতম। 
তৎ প্রসাদান্ময়া দেব ব্রতমদ্য সমাপিতম। 
প্রসন্ন ভবো মে শ্রীমন মদ্ভুতি প্রতিপাদ্যতাম।
ত্বদালোকন-মাত্রেণ পবিত্রোহস্মি ন সংশয়ঃ।। 

  • 14/14

শিবের ব্রত পালনের ফল 

যজ্ঞের মধ্যে যেমন অশ্বমেধ যজ্ঞ, তীর্থের মধ্যে যেমন গঙ্গা তেমনই পুরাণ অনুযায়ী ব্রতের মধ্যে শ্রেষ্ঠ হল শিব চতুর্দশীর ব্রত। তাই শিবরাত্রির ব্রত পালন করলে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ- এই চতুর্বিধ ফল লাভ হয়। 
 

Advertisement