scorecardresearch
 
Advertisement
ধর্ম

Sleeping And Luck Relation: রাতে ভাল ঘুম হয় না, ঘুমের সঙ্গে রয়েছে ভাগ্যের যোগাযোগ জানতেন?

ঘুমের রহস্য
  • 1/10

ঘুম মানুষের অতি আবশ্যক একটা জিনিস। না ঘুমিয়ে বা কম ঘুমিয়ে একাধিক রোগ এর সমস্যা বাড়তে থাকে। একাধিক রোগ বাসা বাঁধে ঘুমের অভাবে। এমনকী মানসিক স্বাস্থ্যও বিঘ্নিত হয়।

ঘুমের রহস্য
  • 2/10

জ্যোতিষে লগ্ন চতুর্থ, অষ্টম এবং দ্বাদশ ভাবে ঘুম এবং শোওয়ার সুখ দেখা হয়। শনি ঘুমের মুখ্য গ্রহ। এছাড়া চাঁদ, শুক্র এবং বুধও ঘুমের জন্য সম্পর্কিত গ্রহ।

ঘুমের রহস্য
  • 3/10

কখন ঘুম ভালো হয়?

শনির প্রাধান্য থাকলে, চাঁদ শুক্র বা বুধের ভালো স্থান হলে ঘুম ভালো হয়।

কেন্দ্র বা অষ্টম ভাবে কেবল শুভ গ্রহ হলে তাহলেও ঘুম ভালো হয়।

 

Advertisement
ঘুমের রহস্য
  • 4/10

কর্কট, বৃশ্চিক, মীন, মিথুন, তুলা এবং কুম্ভ রাশির লোকেদের ভালো ঘুম হয়।

যাদের ঘরে কাছে জলের স্রোত থাকে, এমন লোকেদের ভালো ঘুম আসে।

 

ঘুমের রহস্য
  • 5/10

কখন ঘুম আসার সমস্যা হয়?

শনি দুষ্ট হলে ঘুমের সমস্যা হয়।

চাঁদ অথবা শুক্র পীড়িত হলে অকারণ ঘুম আসে না।

 

ঘুমের রহস্য
  • 6/10

এর সঙ্গে যদি বুধ-পীড়িত হয়, তাহলে দুশ্চিন্তায় ঘুম আসে না।

যদি কুন্ডলীতে অগ্নিতত্ত্ব বা পৃথ্বী তত্ত্ব প্রধান হয়, তাহলে সমস্যা তৈরি হয়।

মঙ্গলের প্রচন্ডতা শারীরিক সমস্যার কারণে ঘুম আসে না।

ঘুমের রহস্য
  • 7/10

ঘুম ভালো আসার জন্য জ্যোতিষের উপায় কী?

ঘরের রং ক্রিম, হালকা সবুজ বা গোলাপি রাখুন। 

ঘরে হালকা সুগন্ধের প্রয়োগ করুন।

 

Advertisement
ঘুমের রহস্য
  • 8/10

খাটের নীচে কোন জিনিস রাখবেন না?

বিশেষ করে লোহার জিনিস। ঘুমানোর সময় নোংরা কাপড় জামা পড়বেন না।

 

ঘুমের রহস্য
  • 9/10

গলায় রুপো অবশ্যই ধারণ করুন। লাল-তিলক প্রয়োগ করবেন না।

খাটের কাছে জল ভরে রাখুন এবং সকালে উঠে তা গাছে দিয়ে দিন।

 

ঘুমের রহস্য
  • 10/10

বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে একটি মুক্তো অথবা ওপেল ধারণ করুন।

এই পরামর্শ দিয়েছেন জ্যোতিষী শৈলেন্দ্র পান্ডে

Advertisement