কর্মফলের দেবতা বলা হয় শনিকে। যে যেরকম কর্ম করবেন সেই অনুযায়ী শনি দেবতা ফল দেবেন এমনটাই মানা হয়ে থাকে। বেশ কিছু রাশির উপর শনির দৃষ্টি খুব দৃঢ়ভাবে থাকে। অনেকের ক্ষেত্রে তা ভাল হয়, অনেকের ক্ষেত্রে তা খারাপ।
শনির অবস্থানের উপর নির্ভর করে কোন রাশির উপর কী প্রভাব পড়বে। কিন্তু শনি দেবের দৃষ্টি কীভাবে কম করা যেতে পারে তার নানারকম উপায়ও রয়েছে।
কুম্ভ ও মকর রাশির উপর শনির দৃষ্টি খুব প্রখর হয়৷ তুলা রাশির ক্ষেত্রে প্রভাব কম হয়, তবে বৃ্ষের উপর সব অবস্থানেই প্রভাব বৃদ্ধি পায়। এদের সকলের উপরই শনির প্রভাব কিন্তু অত্যন্ত বেশি৷
রাশিফলে আবার অনেক সময় শনির প্রভাব খুব শুভও হয়৷ সেক্ষেত্রে কোনও খারাপ কিংবা অশুভ ছায়া পড়ে না জাতকের ভাগ্যে।
কিন্তু কুপ্রভাবে মানসিক বিপর্যয় তো ঘটেই, তাছাড়াও শারীরিক ক্ষতিও হয় মারাত্মক। এর রেশ কিন্তু অনেকদিন বজায় থাকে৷ অনেকক্ষেত্রে শনির কুপ্রভাব কাটাতে বিশেষ পুজো অর্চনা করে থাকেন অনেকে।