Advertisement
ধর্ম

Tulsi Plant Rules: কীভাবে তুলসির পুজোয় সংসারে আসবে শুভ ফল? জানুন পাতা ছেঁড়ার বিশেষ মন্ত্র

  • 1/9

হিন্দু ধর্মে তুলসিকে (Tulsi) অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। বিভিন্ন ধর্মীয় কাজে তুলসির ব্যবহার অত্যন্ত শুভ বলে মনে করা হয়। প্রায় প্রতিটি মন্দির তো বটেই, এমনকি প্রতিটি বাড়িতেই তুলসি গাছ থাকে। 

  • 2/9

পূরণ মতে, বাড়ির তুলসি গাছে রোজ নিয়ম মেনে পুজো করলে, পরিবারে কখনও দুঃখ - দুর্দশা আসে না। তবে এক্ষাত্রে মেনে চলতে হবে, কিছু নির্দিষ্ট নিয়ম। 

  • 3/9

বাড়িতে তুলসি গাছ থাকলে, তার নিত্য পুজো করতেই হবে। তুলসি গাছে জল দিয়ে, ফুল ও ধুপ দিন। সন্ধ্যাবেলায় অবশ্যই সন্ধ্যা প্রদীপ জ্বালান। 

Advertisement
  • 4/9

বাস্তু মতে, পূর্ব, উত্তর -পূর্ব, উত্তর দিকে কিংবা বাড়ির একেবারে কেন্দ্রীয় অংশে তুলসি গাছ রাখলে তা পরিবারের জন্য অত্যন্ত শুভ। 

  • 5/9

সন্ধ্যাবেলায়, তুলসি পাতা ছিঁড়বেন না। এছাড়া একাদশী, পূর্ণিমা, অমাবস্যা, সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ- এই দিনগুলিতে তুলসি পাতা ছেঁড়া অশুভ। এছাড়া রবিবার কখনই তুলসি গাছে জল দেবেন না। এতে পরিবারে দুর্ভাগ্য আসতে পারে। তুলসি পাতার ছেঁড়ার সময় বিশেষ মন্ত্রোচ্চারণে পরিবারে আসে সুখ -সমৃদ্ধি। 
 

  • 6/9

 তুলসি পাতা ছেঁড়া মন্ত্র 

"মহাপ্রসাদ জননী, সর্ব সৌভাগ্য বর্দ্ধিনী আদি ব্যাধি হরা, নিত্য তুলসী ত্ব নমহস্তুতে"।  

  • 7/9

বাড়ির অন্ধকার দিকে কখনই তুলসি গাছ রাখবেন না। খোলামেলা -আলোকিত স্থানে রাখুন। সন্ধ্যাবেলা প্রদীপ জ্বালান তুলসি তলায়। কখনই তুলসি পাতা পাতা নখ দিয়ে ছিঁড়বেন না।  

Advertisement
  • 8/9

তুলসি গাছের চারিপাশ পরিষ্কার রাতে হয়। কোনও রকম জমা ময়লা, ঝাড়ু, পুরোনো কাপড়, আবর্জনা, কাঁটাযুক্ত গাছ, তুলসি গাছের আশেপাশে রাখবেন না। 

  • 9/9

তুলসি পাতা শুকনো হয়ে গেলে অনেক সময় আমরা ফেলে দি। কিংবা খেয়াল না করলে পায়ের তলায় পড়ে। এই ভুল কোনও ভাবেই করবেন না। শুকনো তুলসি পাতা তুলে, তুলসি গাছের মাটিতেই পুঁতে দিন। 

Advertisement