scorecardresearch
 
Advertisement
ধর্ম

Tips To Avoid Vastu Dosh: সাবধান! ঘরের এই সামান্য ভুলগুলিও বাস্তু দোষ সৃষ্টি করে

Tips To Avoid Vastu Dosh: সাবধান! ঘরের এই সামান্য ভুলগুলিও বাস্তু দোষ সৃষ্টি করে
  • 1/9

বাস্তুশাস্ত্র মতে, বাড়ির দিক ও বাড়ির জিনিসপত্রের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ বিচার্য বিষয়। জ্যোতিষীরা বলেন, বাড়ির বাস্তুকে উপেক্ষা করলে সংসারে অমঙ্গল, বিপর্যয় ঘনিয়ে আসে। চলুন এ বিষয়ে সবিস্তারে জেনে নেওয়া যাক...

Tips To Avoid Vastu Dosh: সাবধান! ঘরের এই সামান্য ভুলগুলিও বাস্তু দোষ সৃষ্টি করে
  • 2/9

বাস্তুশাস্ত্র মতে, বাড়ির সদর দরজার সামনে নেম প্লেট বা নামের ফলক লাগাতে ভুলবেন না। তবে খেয়াল রাখতে হবে সেটি যেন কালো রঙের না হয়।

Tips To Avoid Vastu Dosh: সাবধান! ঘরের এই সামান্য ভুলগুলিও বাস্তু দোষ সৃষ্টি করে
  • 3/9

বাস্তু মতে, বাড়ির সদর দরজার সামনে হালকা সুগন্ধি, ফুল দিয়ে সাজান। ফলের সুন্দর ছবিও রাখতে পারেন। তবে এখানে জুতো, চপ্পল রাখবেন না।

Advertisement
Tips To Avoid Vastu Dosh: সাবধান! ঘরের এই সামান্য ভুলগুলিও বাস্তু দোষ সৃষ্টি করে
  • 4/9

রান্নাঘর বাড়ির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। এখানে পর্যাপ্ত সূর্যালোক প্রবেশের ব্যবস্থা থাকলে জরুরি। ঘরে পুজোর সময় এখানেও ধূপ ধরিয়ে দিন।

Tips To Avoid Vastu Dosh: সাবধান! ঘরের এই সামান্য ভুলগুলিও বাস্তু দোষ সৃষ্টি করে
  • 5/9

সবাইকে রান্নাঘরে ঢুকতে দিলে চলবে না। রান্নাঘর অগছাল, অপরিষ্কার থাকলে তা বাস্তু দোষের কারণ হতে পারে।

Tips To Avoid Vastu Dosh: সাবধান! ঘরের এই সামান্য ভুলগুলিও বাস্তু দোষ সৃষ্টি করে
  • 6/9

শোবার ঘরে টিভি রাখবেন না। তবে এখানে হালকা গান বাজানোর ব্যবস্থা করতে পারেন। শোবার ঘরে খাবার খাওয়ার অভ্যাস সংসারে অমঙ্গল ডেকে আনতে পারে।

Tips To Avoid Vastu Dosh: সাবধান! ঘরের এই সামান্য ভুলগুলিও বাস্তু দোষ সৃষ্টি করে
  • 7/9

শোবার ঘরের রঙের বিষয়টিও বাস্তুশাস্ত্র মতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাস্তু বিধানে শোবার ঘরে দেওয়ালে সাদা বা কোনও হালকা রং রাখুন।

Advertisement
Tips To Avoid Vastu Dosh: সাবধান! ঘরের এই সামান্য ভুলগুলিও বাস্তু দোষ সৃষ্টি করে
  • 8/9

বাথরুম সব সময় পরিষ্কার রাখুন। বাথরুমের কোনও কল থেকে যদি বন্ধ অবস্থাতেও ফোটা ফোটা করে জল পড়তে থাকে, তাহলে সেটি সারিয়ে ফেলুন।

Tips To Avoid Vastu Dosh: সাবধান! ঘরের এই সামান্য ভুলগুলিও বাস্তু দোষ সৃষ্টি করে
  • 9/9

বাস্তুশাস্ত্র মতে, বাথরুমের দেওয়ালের রং হিসাবে হালকা নীল বা বেগুনি খুব শুভ! বাথরুমে হালকা সুগন্ধি রাখতে পারলে ভাল হয়।

Advertisement