Advertisement
ধর্ম

Vastu Tips: সময় খারাপ যাচ্ছে, সব কাজেই বাধা পড়ছে? এক চিমটে নুনেই মিলবে প্রতিকার!

  • 1/7

নুন শুধু খাবারের স্বাদ বাড়াতেই ব্যবহৃত হয় না, নুনের আরও অনেক ব্যবহার বলা হয়েছে বাস্তুশাস্ত্রে। বাস্তু অনুসারে, যদি কিছু বিশেষ উপায়ে নুন ব্যবহার করা হয় বা কিছু বিশেষ জিনিসের যত্ন নেওয়া হয়, তাহলে জীবনের অনেক সমস্যা সহজেই দূর করা যায়।

  • 2/7

বাস্তুশাস্ত্র অনুসারে, জীবনে রাহুর কারণে সৃষ্ট সমস্যাও সামান্য নুনের সাহায্যে এড়ানো সম্ভব। বাস্তুশাস্ত্র মতে, নুন অত্যন্ত পবিত্র একটি উপাদান যা আপনার সৌভাগ্য ফেরাতে পারে!

  • 3/7

নুনের যথাযথ ব্যবহারে জীবনের হারানো সুখ-সমৃদ্ধি ফিরে আসতে পারে। চলুন এ বার জেনে নেওয়া যাক, রাহুর দোষ কাটাতে, জীবনে সৌভাগ্য ফেরাতে নুন কী ভাবে কাজে লাগাতে হবে...

Advertisement
  • 4/7

বাড়ির বিভিন্ন অংশে ছোট ছোট পাত্রে বা কাপড়ের পুটুলিতে নুন রেখে দিন। নুনের সাহায্যে নেতিবাচক প্রভাব থেকে বাড়িকে রক্ষা করা সম্ভব হবে। 

  • 5/7

বাস্তুশাস্ত্র অনুসারে, শুধুমাত্র নুনের যথাযথ ব্যবহারে জীবনের অনেক সমস্যা মিটে যাবে, বাড়বে সুখ-সমৃদ্ধি। তবে দশ দিন পর পর এই নুন বদলে দিতে ভুলবেন না!

  • 6/7

একটা ছোট পাত্রে বা কাপড়ের পুটুলিতে নুন নিয়ে সেটি আপনার ওয়ালেট বা মানিব্যাগে রেখে দিন। দিন দশেক পর পর এই নুন বদলে দিন। এর ফলে সংসারের আর্থিক সমস্যা কেটে গিয়ে স্বচ্ছলতা ফিরবে।

  • 7/7

বাড়ির সদর দরজার মাঝখানে আর পিছন দিকে ছোট কোনও পাত্রে বা কাপড়ের পুটুলিতে সামান্য নুন রেখে দেখুন। বাস্তুশাস্ত্র মতে, এর পর এই দরজা দিয়ে যাঁরা ঢুকবেন তাঁদের ভাগ্যের, জীবনের নেতিবাচক প্রভাব অনেকটাই কেটে যাবে। এ ক্ষেত্রেও দিন দশেক পর পর ওই নুন বদলে ফেলতে ভুলবেন না!

Advertisement