scorecardresearch
 
Advertisement
ধর্ম

Vat Savitri Vrat : একই দিনে সূর্যগ্রহণ ও বট সাবিত্রীর ব্রত! জানুন এর প্রভাব কী

Vat sabitri puja on surya grahan বট সাবিত্রীর ব্রত
  • 1/7

আগামী ১০ জুন বছরের প্রথম সূর্যগ্রহণের (Solar Eclipse) সাক্ষী হবেন পৃথিবীবাসী। ওই একই দিনে পড়েছে বট সাবিত্রীর ব্রত (Vat Sabitri)। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে এই পুজো হয়। এই বছর শনি জয়ন্তীও পড়ছে একই দিনে। শাস্ত্র অনুযায়ী, শনিদেবের জন্মদিবসেই শনি জয়ন্তী পালন হয়। উত্তর ভারতে বট সাবিত্রীর পুজো খুব জনপ্রিয়। উত্তর প্রদেশ, মহারাষ্ট্র, মধ্য প্রদেশ, বিহার, পঞ্জাব ও হরিয়ানাতে মহাসমারোহে এই ব্রত উৎসব পালন করা হয়। 

Vat sabitri puja on surya grahan বট সাবিত্রীর ব্রত
  • 2/7

হিন্দু ধর্মের মহিলাদের জন্য বট সাবিত্রীর ব্রতের মাহাত্ম্য অনেক। এদিন বিবাহিত মহিলারা তাঁদের স্বামীর দীর্ঘায়ুর জন্য উপবাস করেন। এই উৎসবে বটবৃক্ষকে বিশেষভাবে পুজো করা হয়। সেই সঙ্গে বট গাছে লাল সুতো বেঁধে ৫, ৭ , ১১ বা ২১ বার প্রদক্ষিণ করার রীতি আছে।  

Vat sabitri puja on surya grahan বট সাবিত্রীর ব্রত
  • 3/7

১০ জুনের সূর্যগ্রহণ পূর্ণগ্রাস গ্রহণ হবে। তবে কিছু স্থান থেকে আংশিক সূর্যগ্রহণ বা বলয়গ্রাস গ্রহণ দেখা যাবে। সূর্যের চারিদিকে গ্রহণের সময় তৈরি হবে 'রিং অফ ফায়ার'। জ্যোতিষশাস্ত্রে সূতক কালের গুরুত্ব অনেক। গ্রহণের ঠিক ১২ ঘণ্টা আগে থেকে সূতক কাল শুরু হয়। এই সময়ে কোনও শুভ কাজ করা উচিত না। এমনকি এই সময়কালে পুজো করাও অশুভ। 

Advertisement
Vat sabitri puja on surya grahan বট সাবিত্রীর ব্রত
  • 4/7

এই বছর সূর্যগ্রহণ ও বট সাবিত্রী একই দিনে পড়ছে। অনেকের মনেই দ্বিধা রয়েছে যে, তাঁরা কি এবছর এই পুজো কিংবা উপবাস করবেন? জেনে নিন কী বলছে জ্যোতিষশাস্ত্র। 
 

Vat sabitri puja on surya grahan বট সাবিত্রীর ব্রত
  • 5/7

বছরের প্রথম সূর্য গ্রহণ আমেরিকার উত্তর ভাগ, ইউরোপ এবং এশিয়া থেকে আংশিক ভাবে দেখা যাবে। কানাডা, গ্রিনল্যান্ড এবং রাশিয়ার উত্তরভাগ থেকে পূর্ণ গ্রহণ দেখা যাবে। ভারতের অরুণাচল প্রদেশ এবং লাদাখের কিছু অংশ থেকে এই গ্রহণ দেখা যাবে। দেশের বাকি অংশে দেখা যাবে না। তাই বট সাবিত্রীর পুজো করায় কোনো বাধা নেই। 
 

Vat sabitri puja on surya grahan বট সাবিত্রীর ব্রত
  • 6/7

 * বট সাবিত্রী অমাবস্যা - ১০ জুন, ২০২১

 *  ৯ জুন, বুধবার দুপুরে ১.৩২ মিনিটে অমাবস্যা শুরু হবে এবং ১০ জুন, বৃহস্পতিবার দুপুর ৩.২৮ পর্যন্ত থাকবে।
 

Vat sabitri puja on surya grahan বট সাবিত্রীর ব্রত
  • 7/7

বিশ্বাস অনুযায়ী, যে সমস্ত মহিলারা এই দিন উপবাস করে ভক্তি মনে পুজো করেন, তাঁদের স্বামীর সমস্ত সমস্যা দূর হয়। অনেক ক্ষেত্রে অবিবাহিত মেয়েরাও এই পুজো করেন। এইদিন হলুদ পোশাক পরা শুভ বলে মনে করা হয়। 
 

Advertisement