ফেং শ্যুই মতে উইন্ড চাইম (Wind Chime) অত্যন্ত শুভ। ঘর সাজানোর জন্য ব্যবহিত হলেও, বিশ্বাস করা হয় যে, উইন্ড চাইমের টুং-টাং মিষ্টি শব্দে, বাড়ির নেগেটিভিটি দূর হয়।
বর্তমানে বাজার চলতি রকমারি উইন্ড চাইম পাওয়া যায়। কাঠ, ফাইবার, বাঁশ, মাটি ক্রিস্টাল, এমনকি বিভিন্ন ধাতু দিয়ে তৈরি উইন্ড চাইম শুধু নিজের জন্যে না উপহার স্বরূপ বেছে নেন অনেকেই।
উইন্ড চাইম বাড়িতে রাখলে সমৃদ্ধি ও সাফল্য আসে এবং গৃহে সৌভাগ্য বজায় থাকে। এক নজরে দেখে নিন, এটি বাড়িতে রাখা কতটা শুভ।
বাড়িতে উইন্ড চাইম রাখলে পজিটিভিটি থাকে সব সময়। তাই যে কোনও নেতিবাচক পরিবেশ কাটাতে এটি রাখতেই পারেন।
যেই উইন্ড চাইমে ৫ থেকে ৭ টি রড থাকলে এটিকে 'গুডলাক চাইম' বলা হয়। মনে করা হয়, এটি বাড়িতে রাখলে সৌভাগ্য নিশ্চিত।