scorecardresearch
 
Advertisement
ধর্ম

Feng Shui: ঘরে এই জিনিসটি রাখুন, ফেংশুই বলছে, রাতারাতি বদলায় ভাগ্য

wind chime benefits vastu tips according to feng shui - উইন্ড চাইম
  • 1/7

ফেং শ্যুই মতে উইন্ড চাইম (Wind Chime) অত্যন্ত শুভ। ঘর সাজানোর জন্য ব্যবহিত হলেও, বিশ্বাস করা হয় যে, উইন্ড চাইমের টুং-টাং মিষ্টি শব্দে, বাড়ির নেগেটিভিটি দূর হয়। 

wind chime benefits vastu tips according to feng shui - উইন্ড চাইম
  • 2/7

বর্তমানে বাজার চলতি রকমারি উইন্ড চাইম পাওয়া যায়। কাঠ, ফাইবার, বাঁশ, মাটি ক্রিস্টাল, এমনকি বিভিন্ন ধাতু দিয়ে তৈরি উইন্ড চাইম শুধু নিজের জন্যে না উপহার স্বরূপ বেছে নেন অনেকেই।

wind chime benefits vastu tips according to feng shui - উইন্ড চাইম
  • 3/7

উইন্ড চাইম বাড়িতে রাখলে সমৃদ্ধি ও সাফল্য আসে এবং গৃহে সৌভাগ্য বজায় থাকে। এক নজরে দেখে নিন, এটি বাড়িতে রাখা কতটা শুভ। 

Advertisement
wind chime benefits vastu tips according to feng shui - উইন্ড চাইম
  • 4/7

বাড়িতে উইন্ড চাইম রাখলে পজিটিভিটি থাকে সব সময়। তাই যে কোনও নেতিবাচক পরিবেশ কাটাতে এটি রাখতেই পারেন। 

wind chime benefits vastu tips according to feng shui - উইন্ড চাইম
  • 5/7

যেই উইন্ড চাইমে ৫ থেকে ৭ টি রড থাকলে এটিকে 'গুডলাক চাইম' বলা হয়। মনে করা হয়, এটি বাড়িতে রাখলে সৌভাগ্য নিশ্চিত। 

wind chime benefits vastu tips according to feng shui - উইন্ড চাইম
  • 6/7

ধাতু দিয়ে তৈরি উইন্ড চাইম বাড়ির পশ্চিম কিংবা উত্তর - পশ্চিম দিকে রাখা সবচেয়ে শুভ। 

wind chime benefits vastu tips according to feng shui - উইন্ড চাইম
  • 7/7

তবে কাঠ কিংবা বাঁশের উইন্ড চাইম দক্ষিণ ও দক্ষিণ -পূর্ব দিকে রাখলে সবচেয়ে শুভ ফল মেলে। 

Advertisement