মন্দসৌরে অবস্থিত পশুপতিনাগের মন্দিরের ঘণ্টাটি ভারতের বৃহত্তম ঘণ্টা বলা হয়ে থাকে। অষ্টধাতুর তৈরি এই ঘণ্টাটি ওজনে ৩৭ কুইন্ট্যাল। গোটা দেশে এতো বড় আকারের ঘণ্টা অন্য কোনও মন্দিরে নেই ।
মন্দসৌরে এই মন্দিরের মূল সড়ক দিয়ে কয়েকদিন আগে মহাঘণ্টা যাত্রা বের করা হয়েছিল। এই যাত্রায় ভক্ত ও জনপ্রতিনিধিরা অংশ নিয়েছিলেন। ভক্তরা ব্যান্ড নিয়ে এসে নাচ ও গানের তালে পা মিলিয়েছিলেন এই যাত্রায়।
শ্রী কৃষ্ণ কামধেনু সংস্থা ২০১৫ সালে মহা ঘণ্টা অভিযান শুরু করেছিল। প্রতিষ্ঠানটির লোকেরা জেলা জুড়ে এলাকাবাসীর বাড়ি থেকে পুরানো ধাতুর পাত্র এবং সামগ্রী সংগ্রহ করেছিলেন।
লোকেরা প্রভু পশুপতিনাথকে উৎসর্গ করতে এই ঘন্টাটি নির্মাণের জন্য ৪ হাজার ৩০০ কেজি ধাতুও দান করেছিলেন।
গুজরাতের আহমেদাবাদে এই মহাঘণ্টাটি তৈরি হয়, যার ওজন ৩৭ কুইন্টাল। তিন বছরের মধ্যে এটি তৈরি করা হয়েছিল। খরচ হয়েছে ২১ লাখ ৫০ হাজার টাকা। ৩ লাখ ২৭ হাজার টাকা জিএসটি দেওয়া হয়েছে।