Chanakya Marriage Tips: সংসার হবে সুখের, বিয়ের আগে এই প্রশ্ন করুন সঙ্গীকে, চাণক্যের পরামর্শ

স্বামী-স্ত্রীর সম্পর্ক নিয়ে নানা পরামর্শ দিয়েছেন পণ্ডিত চাণক্য। সংসার যাতে সুখের হয়, সেই নিয়ে বিশেষ উপদেশ দিয়েছেন তিনি। প্রাচীন ভারতে মহাপণ্ডিত ছিলেন চাণক্য। তিনি একাধারে ছিলেন সর্বশাস্ত্রজ্ঞ, কূটনীতিজ্ঞ, দার্শনিক। আবার ছিলেন অর্থনীতিবিদও।

Advertisement
সংসার হবে সুখের, বিয়ের আগে এই প্রশ্ন করুন সঙ্গীকে, চাণক্যের পরামর্শবিয়ে নিয়ে চাণক্যের পরামর্শ।
হাইলাইটস
  • স্বামী-স্ত্রীর সম্পর্ক নিয়ে নানা পরামর্শ দিয়েছেন পণ্ডিত চাণক্য।
  • সংসার যাতে সুখের হয়, সেই নিয়ে বিশেষ উপদেশ দিয়েছেন তিনি।
  • প্রাচীন ভারতে মহাপণ্ডিত ছিলেন চাণক্য।

বিয়ে একটা বন্ধন। বিশ্বাস করা হয়, যে বন্ধন সাত জন্মের। স্বামী ও স্ত্রীর সম্পর্কের উপর দাঁড়িয়ে থাকে একটা সংসার। এই সম্পর্কের ভিত যদি আলগা হয়ে যায়, তা হলে তাসের ঘরের মতো ভেঙে পড়ে সংসার। তাই ভেবেচিন্তেই বিয়ে করা উচিত। 

ইদানীং বিয়ে ভেঙে যাওয়ার ঘটনা অহরহ ঘটছে। আবার, প্রেমের সম্পর্ক মাঝপথেই ভেঙে খানখান হচ্ছে। যে কোনও প্রেমের সম্পর্ক বিয়েতে পরিণতি পেতে গেলে একে অপরের প্রতি সেই আস্থা থাকা জরুরি। তবেই সুখী দাম্পত্য সম্ভব। 

স্বামী-স্ত্রীর সম্পর্ক নিয়ে নানা পরামর্শ দিয়েছেন পণ্ডিত চাণক্য। সংসার যাতে সুখের হয়, সেই নিয়ে বিশেষ উপদেশ দিয়েছেন তিনি। প্রাচীন ভারতে মহাপণ্ডিত ছিলেন চাণক্য। তিনি একাধারে ছিলেন সর্বশাস্ত্রজ্ঞ, কূটনীতিজ্ঞ, দার্শনিক। আবার ছিলেন অর্থনীতিবিদও। আচার্য চাণক্যের নানা পরামর্শ আজকের যুগেও ভীষণই প্রাসঙ্গিক। চাণক্যের দর্শন, চিন্তাভাবনা, নানা পরামর্শ যে কারও জীবন বদলে দিতে পারে। তাঁর উপদেশ আজও একইরকম ভাবে প্রাসঙ্গিক। 

পণ্ডিত চাণক্য পরামর্শ দিয়েছেন যে, বিয়ের আগে সঙ্গীকে এসব প্রশ্ন অবশ্যই করুন। সঙ্গী সম্পর্কে এই তথ্যগুলি জানার পরই বিয়ে করুন। কী কী প্রশ্ন, জেনে নিন বিশদে...

* চাণক্যনীতি অনুযায়ী, সঙ্গীর বয়স কত, তা অবশ্যই জেনে নিন। 

* স্বাস্থ্য কেমন, শারীরিক কোনও সমস্যা রয়েছে কি না, তা সঙ্গীর কাছ থেকে জেনে নিন। 

* সঙ্গীর অতীত কোনও সম্পর্ক রয়েছে কিনা, সে ব্যাপারে জিজ্ঞাসা করে নিন। 

চাণক্যের মতে, বিয়ের আগে এই বিষয়গুলি জানা খুবই দরকার। 

POST A COMMENT
Advertisement