ধনতেরাস থেকেই শুরু হয়ে যায় দীপাবলির প্রস্তুতি। উৎসবের এই কয়েকটি দিন স্বাস্থ্য, ধন-সম্পদ, শুভ-লাভ, পরিবারের সুরক্ষা, সম্পর্ক জোরদার করার জন্য একদম আদর্শ। তবে মাথায় রাখতে হবে দীপাবলির জরুরি কিছু জিনিস আজ কেনা যাবে না। তাতে মা লক্ষ্মী রেগে যেতে পারেন। আপনার ধন-সম্পত্তি পাওয়ার আশা শেষ হয়ে যেতেও পারে।
আসলে ধনতেরাস বা ধন ত্রয়োদশী হল কেনাকাটার দিন। এই দিন মা লক্ষ্মীর সঙ্গে জড়িত কিছু জিনিস কেনাকাটা করলে তিনি তুষ্ঠ হন। ধনসম্পত্তিতে ভরিয়ে দেন জীবন। পাশাপাশি শান্তি বিরাজ করে।
কী কী কিনতে পারেন?
এ দিন কিনতে পারেন সোনা, রুপো, গোমতি চক্র, ঝাঁটা, মায়ের চরণ, ধনে ও পদ্মর বীজ। তাতে মায়ের আশীর্বাদ ভরে পড়বে আপনার উপর।
তবে এ দিন কিছু কিছু জিনিস একবারেই কেনা উচিত নয়। নইলে মা আপনার উপর রেগে যেতে পারেন। যার ফলে ধনসম্পত্তি চলে যাওয়ার রয়েছে আশঙ্কা।
কী কী কিনবেন না?
এ বার ধনতেরাস পড়েছে শনিবার। আর এ দিন কেনা যাবে না ঝাড়ু এবং সর্ষের তেল। শনিবার এই দুটি জিনিস কেনা একবারেই উচিত নয়। এমনকী প্রয়োজন পড়লেও আজকের দিনে এই জিনিসগুলি কিনবেন না।
চাইলে আগামিকাল সন্ধের আগে এই জিনিসগুলি কিনতে পারেন। আসলে ত্রয়োদশী তিথি শুরু হচ্ছে অক্টোবর ১৮ দুপুর ১২টা ১৮ মিনিট থেকে। শেষ হবে পরের দিন দুপুর ১টা বেজে ৫১ মিনিটে। তাই কেউ চাইলে এই জিনিসগুলি এই সময়ের পরে কিনতে পারেন।
এখনে বলা প্রয়োদন, ধনতেরাতে প্রদোষ কাল খুবই শুভ সময়। এই সময়ই নিজের পছন্দের জিনিসগুলি কিনে নিন। তাহলে মায়ের কৃপাদৃষ্টি পড়বে আপনার উপর। ধন-সম্পত্তির বৃদ্ধি হবে।
তবে যতই প্রয়োজন হোক না কেন, এ দিন কেনা যাবে না সর্ষের তেল এবং প্রদোষ। এই দুটি জিনিস আজ একবারে কেনা বারণ।
এমনিতে ঝাঁটা দরকারি
মনে রাখবেন, ঝাড়ুর মাধ্যমে ঘরকে পরিষ্কার রাখা যায়। তাই এটা সঠিক সময়ে কিনলে মা প্রসন্ন হন। তাঁর কৃপা পাওয়া যায়। অন্যদিকে আপনি যদি ভুল সময়ে এটি কেনেন, তাহলে বিপদ হতে পারে। আর তার কারণ রয়েছে।
জ্যোতিষ মতে, সপ্তাহের নির্দিষ্ট কিছু দিনে ঝাঁটা কিনলে আদতে সমস্যা হতে পারে। বিশেষত, শনিবার এবং মঙ্গলবার যদি ঝাড়ু কেনন, তাহলে রুষ্ট হতে পারেন মা। যার ফলে আর্থিক ক্ষতি হওয়ার রয়েছে আশঙ্কা। কারণ, এই সব দিনে ঝাড়ু কিনলে মা লক্ষ্মী বাড়ি থেকে চলে যেতে পারেন। তাই এই দিনগুলিতে ঝাড়ু কেনা উচিত নয়।
ও দিকে আবার শনিবারে কিনতে নেই সর্ষের তেল। কারণ, তাই এই দিন তেল বিতরণ করা হয়। কেনা যায় না। তাই আজ এটিও কিনবেন না।