Unlucky Things: চারপাশে প্রতিদিন নানা ঘটনা ঘটে চলেছে। কিন্তু খেয়াল করেছেন কখনও প্রতিটি ঘটনার সঙ্গে আর একটি ঘটনার যোগ রয়েছে। এমন অনেক ঘটনা আছে যা ভবিষ্যৎ সম্পর্কে দিশা দেয়। ইঙ্গিত মেলে ভাল-মন্দের। আপনিও এই ধরনের লক্ষণ পেলে সাবধান হোন। কারণ এমন অনেক ঘটনা রয়েছে যা অশুভ ইঙ্গিত দেয়। সতর্ক হলে বড় ক্ষতি এড়াতে পারবেন।
বাড়ির ছাদে মরা পাখি- বাড়ির ছাদে মৃত পাখি পাওয়া ভাল লক্ষণ নয় বলে মনে করা হয়। শিশুদের সঙ্গে সম্পর্কিত সমস্যা ঘটতে পারে এই ঘটনা ঘটলে। তাঁদের স্বাস্থ্যহানি হতে পারে বা জখম লাগতে পারে।
হঠাৎ সবুজ তুলসী শুকিয়ে যাওয়া- ঘরের তুলসী গাছ হঠাৎ শুকিয়ে গেলে সাবধান হয়ে যান। এটি কোনও দুর্ঘটনা বা দুর্ভাগ্যের ইঙ্গিত। এতে ঘরে আর্থিক সংকট বাড়ে। চাকরি হারানো বা ব্যবসায় ধাক্কা খেতে পারেন।
তেল ও দুধ বারবার পড়া- তেল বারবার পড়ে গেলে এটা ভাল লক্ষণ নয়। দুধ গরম করতে গিয়ে বহুবার উপচে ওঠাও অশুভ ইঙ্গিত। এতে ব্যবসা বা চাকরিতে ক্ষতি হতে পারে। অর্থহানি হওয়ার সম্ভাবনাও প্রবল। কাজে বাধা আসবে। একইভাবে নুন পড়ে যাওয়াও অশুভ লক্ষণ।
ঘন ঘন ঘড়ি বন্ধ হওয়া- ঘরে একটি ঘড়ি বারবার বন্ধ হয়ে যাওয়ার অর্থ অশুভ কোনও ঘটনা ঘটতে চলেছে। ঘড়ি বন্ধ হওয়া মানে শিয়রে দুর্ভাগ্য। তাই সময় থাকতে সরিয়ে ফেলুন ঘড়ি।
হঠাৎ কম ঘুম- হঠাৎ করে ঘুম কমে গিয়েছে। রাতে ঘুম হচ্ছে না। এটা কিন্তু বাস্তু ত্রুটির লক্ষণ। এর অর্থ নেতিবাচক বাড়ির লোকজনের হঠাৎ ঘুম কমে গেলে তা বড় বাস্তু ত্রুটি বা বাড়িতে নেতিবাচকতা বৃদ্ধির লক্ষণ। এমনটা হলে সতর্ক হোন।
কাপড়ে দুর্ভাদ্য- বাড়িতে ভাল জামাকাপড় আছে। তা সত্ত্বেও পুরনো জামাকাপড় পরছেন! এটা দুর্ভাগ্যের লক্ষণ। এতে আর্থিক স্থিতি খারাপ হতে পারে। পোশাক থেকে দুর্গন্ধ আসাও খারাপ। পরিষ্কার পোশাক পরিধান করুন।
আরও পড়ুন- বিষ্ণুর প্রিয় এই গাছ লাগান বাড়িতে, অর্থ সংকট থেকে পান মুক্তি