scorecardresearch
 

Plant Banana Trees As Per Vastu Shastra: করে দিতে পারে ধনী! বাড়িতে কলাগাছ লাগিয়ে এই নিয়ম মানলে সাফল্য আসবেই

শাস্ত্রে তুলসীর পর কলা গাছকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এর সম্পর্ক রয়েছে বৃহস্পতি গ্রহের সঙ্গে। কলা গাছের মণ্ডপ ও তোরণ তৈরির ঐতিহ্য শুভ কাজে পাওয়া যায়। দেবতাদের জন্য কলা পাতাতেই ভোগ নিবেদন করা হয়। বলা হয়, হলুদ সুতোয় বেঁধে কলার মূল পরলে বৃহস্পতি শক্তিশালী হয়।

Advertisement
শাস্ত্রে তুলসীর পর কলা গাছকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় শাস্ত্রে তুলসীর পর কলা গাছকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়
হাইলাইটস
  • শাস্ত্রে তুলসীর পর কলা গাছকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়
  • এর সম্পর্ক রয়েছে বৃহস্পতি গ্রহের সঙ্গে
  • কলা গাছের মণ্ডপ ও তোরণ তৈরির ঐতিহ্য শুভ কাজে পাওয়া যায়

শাস্ত্রে তুলসীর পর কলা গাছকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এর সম্পর্ক রয়েছে  বৃহস্পতি গ্রহের সঙ্গে। কলা গাছের মণ্ডপ ও তোরণ তৈরির ঐতিহ্য শুভ কাজে পাওয়া যায়। দেবতাদের জন্য  কলা পাতাতেই ভোগ নিবেদন করা হয়। বলা হয়, হলুদ সুতোয় বেঁধে কলার মূল পরলে বৃহস্পতি শক্তিশালী হয়।

 

 

কলা গাছ লাগিয়ে লাভ কি?

  • ঘরে একটি কলা গাছ লাগালে বৃহস্পতি সংক্রান্ত যাবতীয় সমস্যা দূর হয়।
  • ঘরে সন্তান সর্বদা সুখী থাকে।
  •  বিবাহিত জীবনে কোন অসুবিধা হয় না।
  • ভয়ানক রোগ থেকে রক্ষা করে।

আরও পড়ুন: এই লোকেদের বাড়িতে তুলসী লাগানো উচিত নয়, ফল হতে পারে মারাত্মক!

আরও পড়ুন: দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে? মাঘ মাসে জীবনে ছোট্ট কিছু পরিবর্তন আনুন...

কলা গাছের পুজো করলে কী কী উপকার পাওয়া যায়?

  • আর্থিক দিক ভালো হয়।
  •  সন্তান সংক্রান্ত সমস্যার সমাধান হয়।
  •  অবিবাহিত মেয়েদের তাড়াতাড়ি বিয়ে হয়।
  •  মহিলাদের বিবাহিত জীবনে সুখ থাকে।
  • উচ্চ শিক্ষা এবং জ্ঞান অর্জনে সহায়তা করে

 

 

কীভাবে কলা গাছের পুজো করবেন?

  • বৃহস্পতিবার সকালে স্নান করুন, হলুদ জামাকাপড় পরুন।
  • কলা গাছে জল ঢালুন এবং কলা গাছটিকে নয়বার প্রদক্ষিণ করুন।
  • গাছের সামনে গুড় এবং ছোলা নিবেদন করুন।
  •  তারপর সেখানে বসে বৃহস্পতি বা শ্রী হরি  বিষ্ণুর মন্ত্র উচ্চারণ করুন ও  জপ করুন।
  •  নিজে প্রসাদ গ্রহণ করুন এবং অন্যকে বিতরণ করুন

কলা গাছ লাগানোর জন্য সতর্কতা কি?

Advertisement
  • বাড়ির প্রধান প্রবেশদ্বারে কলা গাছ লাগাবেন না।
  •  বাড়ির পিছনে লাগান।
  • কলা গাছের চারপাশে ময়লা ফেলবেন না।
  • কলার কাণ্ডে একটি লাল সুতো বেঁধে দিন।

Advertisement