Bhadra Maas Totka: পুজোর আগে টাকায় পকেট ভরবে, ভাদ্র মাসে করুন এই কাজ

Bhadra Maas: এই মাস থেকে শুরু হয়ে গিয়েছে। যা সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত চলবে। শাস্ত্র মতে, ভাদ্র মানে যিনি কল্যাণ দান করেন। যেখানে ভাদ্রপদ মানেই ভাল ফল প্রদানের মাস। এ মাস মানুষকে উপবাস, ব্রত, নিয়ম-নিষ্ঠা মেনে চলে। এই মাসে ভাগ্য ফেরালে আপনি

Advertisement
পুজোর আগে টাকায় পকেট ভরবে, ভাদ্র মাসে করুন এই কাজপুজোর আগে টাকায় পকেট ভরবে, ভাদ্র মাসে করুন এই কাজ

Bhadra Maas Totka: শুরু হয়ে গিয়েছে ভাদ্র মাস। বর্ষার শেষে যখন প্রকৃতিতে ধীরে ধীরে শরতের আভাস ফুটে ওঠে, ঠিক তখনই হিন্দু শাস্ত্র অনুসারে শুরু হয় আত্মসংযমের সময়। এই মাসে যেমন বিশেষ ব্রত পালন করার বিধান রয়েছে, তেমনই রয়েছে খাদ্যাভ্যাসে কিছু নিয়মকানুন। শাস্ত্রমতে, এই সময় কিছু নির্দিষ্ট খাবার খাওয়া একেবারেই উচিত নয়। শরীর ও মনকে শুদ্ধ রাখার উদ্দেশ্যেই এই বিধান বলেই মনে করেন আয়ুর্বেদ ও ধর্মতত্ত্বের সঙ্গে যুক্ত বহু বিশেষজ্ঞ।

চতুর্মাসের দ্বিতীয় মাসকে বলা হয় ভাদ্র। যাকে অনেকে ভাদো নামেও চেনেন। এই মাস ঐশ্বরিক অনুগ্রহে পরিপূর্ণ। এই মাস থেকে শুরু হয়ে গিয়েছে। যা সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত চলবে। শাস্ত্র মতে, ভাদ্র মানে যিনি কল্যাণ দান করেন। যেখানে ভাদ্রপদ মানেই ভাল ফল প্রদানের মাস। এ মাস মানুষকে উপবাস, ব্রত, নিয়ম-নিষ্ঠা মেনে চলে।

ভাদ্র মাসে ভগবান গণেশের আশীর্বাদের পেতে হলে করুন
ভগবান গণেশের আশীর্বাদ পেতে আপনার এই মাসে তাঁর পুজো করা উচিত। এর সঙ্গে হলুদ রঙের ভগবান গণেশ প্রতিষ্ঠা করুন। প্রতিদিন সকালে তাঁদের দূর্বা ও মোদক নিবেদন করুন। সারা মাস সাত্ত্বিক থাকুন। এমন করলে সকল প্রকার বাধা বিপত্তি কেটে যাবে। 

শ্রীকৃষ্ণের আশীর্বাদ পেতে হলে করতে হবে
সেই সঙ্গে শ্রীকৃষ্ণের আশীর্বাদ পেতে তাঁকে পঞ্চামৃত দিয়ে স্নান করান। আর এর মাধ্যমে আপনার সমস্ত ইচ্ছা পূরণ হবে। শিশুদের সুখ পেতে, কৃষ্ণের জন্মোৎসবে অংশগ্রহণ করুন। আপনার আত্মবিশ্বাস বাড়ানোর জন্য আপনার উচিত শ্রীমদ ভাগবত গীতা পাঠ করা। এই মাসে লাড্ডু গোপাল ও শঙ্খ স্থাপন করলে গৃহে ধন-সম্পদ ও সমৃদ্ধি আসে।

ভাদ্র মাসে উপবাস
ভাদ্র মাসে অনেক উপবাস পালন করা হয়। এই মাসে গণেশ চতুর্থী ও গণেশ মহোৎসব পালিত হয়। এই মাসে শ্রী কৃষ্ণ, বলরাম এবং রাধার জন্মবার্ষিকীও খুব আনন্দের সঙ্গে পালিত হয়। একই সঙ্গে হরিতালিকা তীজও এই মাসে পড়ে। নারীদের সৌভাগ্যের উৎসব। পাশাপাশি "অনন্ত চতুর্দশী"ও এই মাসে পড়ে। যা অসীম পুণ্য অর্জনের উৎসব।

Advertisement

ভাদ্র মাসের নিয়ম ও সতর্কতা
এই মাসে কাঁচা জিনিস পরিহার করা উচিত। পাশাপাশি এ মাসে দই ব্যবহার সম্পূর্ণ বন্ধ করতে হবে। সেই সঙ্গে এ মাসে রক্তচাপ বাড়ার সম্ভাবনা রয়েছে। যা আমাদের যত্ন নেওয়া উচিত। এই মাসে প্রচুর আলস্যও আসে। এটি দূর করতে সকাল-সন্ধ্যা ঠান্ডা জল দিয়ে স্নান করতে হবে। ভগবান শ্রীকৃষ্ণকে তুলসী নিবেদন করুন। সেই সঙ্গে আপনার স্বাস্থ্যের জন্য তুলসী চা বা দুধে ফুটিয়ে পান করতে পারেন।

 

POST A COMMENT
Advertisement