Chanakya Tips Laxmi Agaman: চাণক্য বলেছেন, এই ৩ ধরনের ঘরে ডাকতে হয় না, মা লক্ষ্মী এমনি আসেন

Chanakya Tips Laxmi Agaman: চাণক্যের মতে, সমাজে এমন কিছু গুণ ও আচরণ আছে, যেগুলি পরিবারে সৌভাগ্য ডেকে আনে। বিশেষত তিন ধরনের ঘরে নাকি কখনোই অর্থের অভাব হয় না, সেখানে মা লক্ষ্মীর স্থায়ী বাস থাকে।

Advertisement
চাণক্য বলেছেন, এই ৩ ধরনের ঘরে ডাকতে হয় না, মা লক্ষ্মী এমনি আসেন

Chanakya Tips Laxmi Agaman: আচার্য চাণক্যের নীতি শাস্ত্র যুগে যুগে মানুষের জীবনে সাফল্য, স্থিতি ও সমৃদ্ধির পথ দেখিয়েছে। তাঁর মতে, সমাজে এমন কিছু গুণ ও আচরণ আছে, যেগুলি পরিবারে সৌভাগ্য ডেকে আনে। বিশেষত তিন ধরনের ঘরে নাকি কখনোই অর্থের অভাব হয় না, সেখানে মা লক্ষ্মীর স্থায়ী বাস থাকে।

চাণক্যের প্রথম নির্দেশ-যে পরিবারে গুণী ও জ্ঞানী মানুষের সম্মান করা হয়, সেখানে সৌভাগ্য নেমে আসে। যেখানে মূর্খতার প্রশ্রয় নয়, বরং বিদ্বান ও সৎ মানুষের মর্যাদা দেওয়া হয়, সেই ঘরেই মা লক্ষ্মী প্রবেশ করেন বলে বিশ্বাস।

দ্বিতীয় শর্ত-পরিবারে শান্তি ও সৌহার্দ্য থাকা জরুরি। স্বামী-স্ত্রীর মধ্যে কিংবা পরিবারে যদি অহেতুক বিবাদ, ঝগড়া বা কলহ না থাকে, সেখানে ধনসম্পদ স্থায়ী হয়। চাণক্যের মতে, শান্ত ঘরে লক্ষ্মীর কৃপা সবসময় বিরাজ করে।

তৃতীয় নির্দেশ-যে পরিবারে অন্নের সম্মান করা হয়, তাদের অর্থভাণ্ডার কখনো খালি হয় না। যেখানে খাবার নষ্ট করা হয় না, অন্নের ভাণ্ডার পূর্ণ থাকে এবং অন্নকে দেবতারূপে মানা হয়, সেই ঘরে মা লক্ষ্মী স্বয়ং অবস্থান করেন।

এই তিন নীতি মেনে চললে ঘরে সমৃদ্ধি বাড়ে বলে চাণক্য শাস্ত্রে উল্লেখ আছে। তাঁর মতে, যে পরিবার গুণ, শান্তি ও অন্নের মর্যাদা রক্ষা করে, তাদের উপার্জন, সম্পদ ও সৌভাগ্য কখনোই কমে না।

কালও যাই হোক, চাণক্যের নীতি আজও বহু মানুষের কাছে আদর্শ হয়ে রয়েছে। তাঁর পরামর্শ শুধু আধ্যাত্মিক নয়, বরং জীবনের বাস্তব সাফল্যের পথনির্দেশিকা হিসেবেও বিবেচিত হয়।


 

POST A COMMENT
Advertisement