Chanakya Niti: খারাপ সময় কেটে যাবে, বিপদে চাণক্যের এই পরামর্শ মাথায় রাখলেই জীবন বদল

চড়াই-উতরাই নিয়েই জীবন। কখনও সাফল্য, আবার কখনও ব্যর্থতা, জীবনের পথটা এমনই হয়। কখনও কখনও আমাদের জীবনে খারাপ সময় আসে। বিপদের মুখোমুখি হতে হয়। খারাপ সময় কাটিয়ে ঘুরে দাঁড়ানোর জন্য বিশেষ কিছু পরামর্শ দিয়েছেন চাণক্য।

Advertisement
খারাপ সময় কেটে যাবে, বিপদে চাণক্যের এই পরামর্শ মাথায় রাখলেই জীবন বদলফাইল চিত্র।
হাইলাইটস
  • চড়াই-উতরাই নিয়েই জীবন।
  • খারাপ সময় কাটিয়ে ঘুরে দাঁড়ানোর জন্য বিশেষ কিছু পরামর্শ দিয়েছেন চাণক্য।
  • প্রাচীন ভারতে মহাপণ্ডিত ছিলেন চাণক্য।

চড়াই-উতরাই নিয়েই জীবন। কখনও সাফল্য, আবার কখনও ব্যর্থতা, জীবনের পথটা এমনই হয়। কখনও কখনও আমাদের জীবনে খারাপ সময় আসে। বিপদের মুখোমুখি হতে হয়। খারাপ সময় কাটিয়ে ঘুরে দাঁড়ানোর জন্য বিশেষ কিছু পরামর্শ দিয়েছেন চাণক্য।

প্রাচীন ভারতে মহাপণ্ডিত ছিলেন চাণক্য। তিনি একাধারে ছিলেন সর্বশাস্ত্রজ্ঞ, কূটনীতিজ্ঞ, দার্শনিক। আবার ছিলেন অর্থনীতিবিদও। আচার্য চাণক্যের নানা পরামর্শ আজকের যুগেও ভীষণই প্রাসঙ্গিক। চাণক্যের দর্শন, চিন্তাভাবনা, নানা পরামর্শ যে কারও জীবন বদলে দিতে পারে। তাঁর উপদেশ আজও একইরকম ভাবে প্রাসঙ্গিক। 

 চাণক্যের এই পরামর্শগুলি মেনে চললে, খারাপ সময়েও ঘুরে দাঁড়াবেন। জেনে নিন বিশদে...

* চাণক্যের মতে, প্রত্যেক ব্যক্তির জীবনেই খারাপ সময় আসে। খারাপ সময়ে যিনি ধৈর্য ধরে রাখতে পারেন এবং সংযমী হন, তিনিই সাফল্যের মুখ দেখেন। 

* চাণক্যের মতে, পরিশ্রমের মাধ্যমে খারাপ সময় কাটিয়ে ফের সাফল্য লাভ হতে পারে। 

* চাণক্যের পরামর্শ, কখনও ধৈর্য হারাবেন না। খারাপ সময়ে ভেঙে পড়লে চলবে না। ধৈর্য ধরে মোকাবিলা করতে হবে। 

* চাণক্যের মতে খারাপ সময়ে সকলেরই গম্ভীর হওয়া উচিত। সংযমী হয়ে কাজ করা উচিত। 

* চাণক্য বলেছেন, রাগ সবসময় নিয়ন্ত্রণে রাখতে হবে। খারাপ সময়ে মাথা ঠান্ডা রাখতে হবে। 

* খারাপ সময়ে কখনও ভেঙে পড়বেন না। চাণক্যের মতে, খারাপ সময়ের মধ্যেও কিছু না কিছু ভাল আছে। ছোট কেউ কোনও পরামর্শ দিলে তা নেওয়ার মতো হলে গ্রহণ করতে হবে। 

* ভবিষ্যৎ সুনিশ্চিত করতে হলে প্রতিটি মানুষের অর্থ সঞ্চয় করা জরুরি। তাই অর্থকে সম্মান করতে হবে। কোনও কিছুর জন্যই নিজের আত্মাকে বিকিয়ে দেবেন না। 

* চাণক্য বলেছেন, প্রত্যেককে নিজের নিজের দায়িত্ব পালন করতে হবে। তা হলেই জীবনে সুখ-শান্তি আসবে। 

POST A COMMENT
Advertisement