৩ দিন পর বছরের শেষ চন্দ্রগ্রহণ। ভারতবাসী চাক্ষুস করতে পারবে এই মহাজাগতিক বিরল দৃশ্য। বাংলা থেকেও দেখা যাবে চন্দ্রগ্রহণের রক্তাভ চাঁদ। ভারতে এই গ্রহণের সূতক কাল কখন?
৭ সেপ্টেম্বর, রবিবার বছরের শেষ সূর্যগ্রহণ। ওই দিন থেকেই শুরু হচ্ছে পিতৃপক্ষ। বছরের শেষ চন্দ্রগ্রহণ কুম্ভ রাশি এবং পূর্বভাদ্র নক্ষত্রে লাগবে। এবারের চন্দ্রগ্রহণটি পূর্ণগ্রাস এবং ব্লাড মুন রূপে দেখা যাবে। ভারতের নানা প্রান্ত থেকে দৃশ্যমান হবে এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ।
কী এই ব্লাড মুন?
ব্লাড মুন একটি মহাজাগতিক ঘটনা। চন্দ্রগ্রহণের সময়ে চাঁদের রং হয়ে যায় রক্তাভ লাল। এমনটা তখন হয় যখন পৃথিবী সূর্যের আলো চাঁদ পর্যন্ত পৌঁছতে দেয় না। কিন্তু পৃথিবীতে এসে পৌঁছনো সূর্যের আলো লাল আলোর জেরে চাঁদকে রক্তাভ দেখায়।
চন্দ্রগ্রহণের সময়কাল
চন্দ্রগ্রহণ ৭ সেপ্টেম্বর রাত ৯টা ৫৭ মিনিটে শুরু হবে এবং এটি সমাপ্ত হবে রাত ১টা ২৬ মিনিটে। তবে গ্রহণের মুখ্য সময় থাকবে রাত ১১টা ৪২ মিনিটে।
চন্দ্রগ্রহণের সূতক কাল
৭ সেপ্টেম্বরের চন্দ্রগ্রহণের সূতক কাল ৯ ঘণ্টা আগেই শুরু হচ্ছে। রবিবার দুপুর ১২টা ৫৭ মিনিট থেকেই শুরু হবে সূতক কাল।
সূতক কালে ভুলেও করবেন না এই কাজ
চন্দ্রগ্রহণের সূতক কাল শুরুর পর থেকে ভুলেও রান্না করবেন না। কোনও নতুন কাজ শুরু করার আগে খুব সাবধান। পুজোও করা উচিত নয় সূতক কালে।
কোন কোন এলাকা থেকে দেখা যাবে চন্দ্রগ্রহণ?
বছরের শেষ চন্দ্রগ্রহণ ভারত তথা এশিয়া থেকে দেখা যাবে। এছাড়াও অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, আমেরিকা, ফিজি এবং আন্টার্কটিকার মতো দেশগুলি থেকে দেখা যাবে।
চন্দ্রগ্রহণের সময়ে কি তর্পণ করা যাবে?
৭ সেপ্টেম্বর থেকেই শুরু হচ্ছে পিতৃপক্ষ। তবে ওই দিন শ্রাদ্ধ, তর্পণ কিংবা পিণ্ডদানের মতো অনুষ্ঠান সূতক কাল শুরুর আগেই সেরে ফেলতে হবে।