বৃহস্পতি যদি তুঙ্গে থাকে, তা হলে সাফল্যের পথে কে আর আপনাকে আটকাতে পারেন বলু ন! কিন্তু এই বৃহস্পতিই যদি নড়বড়ে হয়, তা হলে তো নানা বাধা-বিপত্তির মুখে পড়তে হয়। এখন কথা হচ্ছে, বৃহস্পতিকে সন্তুষ্ট রাখবেন কী ভাবে? কী করলে বৃহস্পতি সহায় হবে আপনার?
জ্যোতিষ শাস্ত্র মতে কারও যদি বৃহস্পতি দুর্বল হয়, তা হলে সেই ব্যক্তি নানা সমস্যার মুখোমুখি হতে পারেন। শিক্ষা এবং সম্পদ অর্জনে বাধার মুখে যেমন পড়তে পারেন, তেমনই জীবনের পথচলায় নানা সমস্যার সম্মুখীন হতে পারেন তাঁরা। শুধু তাই নয়, আপনার পাচনতন্ত্র দুর্বল হতে পারে। নানা শারীরিক সমস্যা হতে পারে আপনার। সন্তানকে নিয়েও নানা সমস্যায় পড়তে পারেন।
বৃহস্পতি খারাপ হওয়ার কারণে বিয়েতেও বাধা তৈরি হতে পারে। শনি খারাপ হলে তার সমাধান করা যায়। কিন্তু বৃহস্পতি খারাপ হলে, তা সমাধান করা খুব কঠিন। তা হলে কী করবেন? সেই উপায়ই বাতলে দেওয়া হল এখানে।
কী ভাবে বৃহস্পতির পুজো করবেন?
বৃহস্পতিকে সন্তুষ্ট করতে তাঁর পুজো করতে হবে। কী ভাবে করবেন? বৃহস্পতিবার সকালে স্নান করার পর পর হলুদ রঙের পোশাক পরুন। ভগবান বৃহস্পতি বা একটি কলা গাছের ছবির সামনে বসুন। তার পরে ধূপ এবং প্রদীপ জ্বালান। নিবেদন করুন ছোলার ডাল এবং গুড়। এর পর হলুদ বা রুদ্রাক্ষ জপমালা দিয়ে বৃহস্পতির মন্ত্র জপ করুন। কোন মন্ত্র জপ করবেন? তা তুলে ধরা হল এখানে।
বৃহস্পতির মন্ত্র
* বৃহস্পতির আশীর্বাদের জন্য সকালে ওম বৃ বৃহস্পত্যে নম: মন্ত্র জপ করুন।
* স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা হলে জপ করুন, ওম গ্রাং গ্রীং গ্রীং স: গুরুভে নম:।
* এছাড়াও জপ করুন ওম দেবপুজিতায় নম:।
* বৃহস্পতির কারণে সন্তানের সমস্যা হলে সকালে তিন বার জপ করুন, ওম অঙ্গিরসাই বিদ্মহে দিব্যদেহায় ধীমহি তন্নো জীহ: প্রচোদয়াৎ।
বৃহস্পতিবার হলুদ জাতীয় খাবার খান। জ্যোতিষ শাস্তর মতে, এই পদ্ধতিগুলি মেনে চললে ভাগ্য ফিরতে পারে। মুশকিল আসান হতে পারে যাবতীয় সমস্যার।