শুধু শোভাবর্ধন নয়, সঠিক নিয়মে এবং দিক মেনে ঘরে ময়ূরের পালক রাখলে তা সুখ, শান্তি এবং সমৃদ্ধি ডেকে আনতে পারে, এমনটাই বলছে বাস্তুশাস্ত্র।
ভগবান গণেশের পাশে রাখুন পালক
গৃহস্থে শান্তি রাখতে ভগবান গণেশের মূর্তি বা ছবির পাশে ময়ূরের পালক রাখা হয় শুভ বলে। এতে বাস্তু দোষের প্রভাব কমে এবং ইতিবাচক শক্তির প্রবাহ বাড়ে।
অফিসে আটকে থাকা টাকা ফেরাতে
ব্যবসা বা চাকরির ক্ষেত্রে আর্থিক সমস্যা থাকলে, অফিস ডেস্কে বা ক্যাশবক্সে দক্ষিণ-পূর্ব দিকে ময়ূরের পালক রাখতে বলা হয়। এতে আটকে থাকা টাকা ফিরে আসার সম্ভাবনা তৈরি হয়। সেই সঙ্গে তৈরি হয় নতুন আয়ের সুযোগও।
রাহুর কুপ্রভাব কমাতে
যদি কোনও জাতকের কুণ্ডলিতে রাহুর দোষ থাকে, তাহলে বাড়ির উত্তর-পশ্চিম কোণে ময়ূরের পালক রাখার পরামর্শ দেওয়া হয়। এতে ধীরে ধীরে রাহুর প্রভাব কমে এবং মানসিক অস্থিরতাও নিয়ন্ত্রণে আসে।
ঘরোয়া অশান্তি কমাতে
স্বামী-স্ত্রীর মধ্যে কলহ বা ঘরোয়া অশান্তি বেড়ে গেলে, শোবার ঘরে একটি ময়ূরের পালক রাখা উচিত। এতে পারিবারিক সম্পর্কে উন্নতি হয় এবং সম্পর্কে আসে সদ্ভাব।
আর্থিক উন্নতির জন্য
বাড়ির উত্তর-পশ্চিম কোণে পালক রাখলে আর্থিক পরিস্থিতি মজবুত হয়। বাস্তুশাস্ত্র মতে, এই জায়গায় পালক রাখলে আয় বাড়ে এবং খরচের দিকেও নিয়ন্ত্রণ আসে।
সৌভাগ্য ও আশীর্বাদের জন্য
বাস্তুশাস্ত্র এবং জ্যোতিষ মতে, দক্ষিণ-পূর্ব দিকে পালক রাখলে সৌভাগ্যের সম্ভাবনা তৈরি হয়। পূর্ব দিক সূর্য ও ইন্দ্রের অধীন বলে ধরা হয়, তাই সেখানে এই প্রতীক রাখলে ঘরে শুভ শক্তির প্রবাহ বজায় থাকে।