Dakshineswar Kali Temple: দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর পুজো মোবাইল ও টিভিতে LIVE আজ রাতে, কখন?

দক্ষিণেশ্বরে যাওয়ার সাধ পূরণ হয়নি? ঘরে বসেই সরাসরি দেখুন দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো, আরতি ও অন্যান্য আচার। লাইভ সম্প্রচারিত হবে পুজো। কোথায়, কখন দেখতে পাওয়া যাবে লাইভ সম্প্রচার?

Advertisement
দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর পুজো মোবাইল ও টিভিতে LIVE আজ রাতে, কখন?দক্ষিণেশ্বর কালী মন্দির
হাইলাইটস
  • ঘরে বসেই সরাসরি দেখুন দক্ষিণেশ্বরের কালীপুজো
  • কোথায় কখন হবে লাইভ সম্প্রচার?
  • দেখা যাবে আরতি ও অন্যান্য পুজোর আচার

কালীপুজোর দিন দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর দর্শনে ভক্তদের ঢল নামে। প্রতিবছরের মতো এবারও সকাল থেকেই পড়েছে লম্বা লাইন। পুজো শুরু সোমবার রাতে, তবে সকাল থেকেই ডালা হাতে শয়ে শয়ে ভক্ত পৌঁছে গিয়েছেন বিখ্যাত এই কালী মন্দিরে। তবে অনেকেরই অবশ্য আশা পূর্ণ হয় না। দক্ষিণেশ্বরের মন্দিরে পুজো দেওয়ার সাধ থাকলেও সাধ্য থাকে না অনেকের। কিন্তু যে ভক্তরা সশরীরে মা ভবতারিণীর শরণে আসতে পারছেন না, তাদের জন্য অভিনব উপায় বের করেছে দক্ষিণেশ্বর কালী মন্দির কর্তৃপক্ষ। 

ঘরে বসেই দেখুন পুজো
দক্ষিণেশ্বর কালী মন্দিরের অছি পরিষদের পক্ষ থেকে কুশল চৌধুরী জানিয়েছেন, সোমবার রাতে মা ভবতারিণীর পুজো, আরতি, সবটাই দেখা যাবে ঘরে বসে। বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা ভক্তদের কথা মাথায় রেখে দক্ষিণেশ্বর মন্দিরের পুজো সরাসরি সম্প্রচারিত হবে দুরদর্শনে। ডিডি বাংলা, ডিডি ত্রিপুরা, ডিডি গুয়াহাটি, ডিডি ওড়িয়া, ডিডি বিহার, ডিডি উত্তরপ্রদেশ, ডিডি নিউজ, ডিডি ইন্ডিয়া, ডিডি ভারতীতে সরাসরি দেখা যাবে দক্ষিণেশ্বরের কালীপুজো। কেবল দেশ নয়, বিদেশ থেকেও এই কালীপুজো দেখতে পাবেন ভক্তরা। 

মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, প্রসার ভারতীর OTT WAVES অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে নামিয়ে নিতে হবে। সেখানেই সরাসরি দেখা যাবে দক্ষিণেশ্বরের কালীপুজো। এছাড়াও http://play.google.com/store/apps/details?id=com.prasarbharati.android -এ ক্লিক করলেও দেখা যাবে মা ভবতারিনীর পুজো। 

সোমবার রাত সাড়ে ১০টা থেকে সরাসরি সম্প্রচারিত হবে দক্ষিণেশ্বরের কালীপুজো। এবছর ১৭১ তম শ্যামাপুজোর আয়োজন করেছে দক্ষিণেশ্বর কর্তৃপক্ষ। 

মায়ের ভোগে কী কী? 
দুপুরের আরতির পর ভোগ নিবেদন করা হয় দক্ষিণেশ্বরের মা ভবতারিণীকে। ভোগে থাকে ভাত ও ঘি, ৫ রকমের তরকারি, ৫ রকমের ভাজা ও ৫ রকমের মাছ। থাকবে চাটনি, পায়েস এবং ৫ রকমের মিষ্টি। ভোগ নিবেদনের পর বিশ্রাম। বিকেলে বৈকালিকে নিবেদন করা হবে হরেক রকমের ফল। রাত ৯ টায় দেওয়া হবে বিশেষ অন্নভোগ। তাতে থাকবে লুচি, ছানার তরকারি, রাবড়ি সহ ৫ রকমের মিষ্টি। একসময় এই মন্দিরে বলি হত। কিন্তু বহুকাল তা বন্ধ। সেই থেকে দক্ষিণেশ্বরের ভোগের পদে মাংসও নেই। দুপুরের ভোগের থালায় দেওয়া হয় রুই, ইলিশ এবং চিংড়ি সহ মোট ৫ রকমের মাছের পদ। 

Advertisement

 

POST A COMMENT
Advertisement