দিঘার জগন্নাথ মন্দির চূড়ায় পতাকা ওড়াতে চান? বুকিং নম্বর থেকে পুরো প্রসেস জানুন

পুরীর মতোই দিঘার জগন্নাথ মন্দিরেও 'ধ্বজাদান' করতে পারবেন ভক্তরা। ২৫ ডিসেম্বর থেকেই এই নয়া সিদ্ধান্ত লাগু করা হয়েছে।

Advertisement
দিঘার জগন্নাথ মন্দিরে পতাকা ওড়াতে চান? বুকিং নম্বর থেকে পুরো প্রসেস জানুনদিঘা জগন্নাথ মন্দির
হাইলাইটস
  • জনপ্রিয়তার শিখরে পৌঁছেছে দিঘার জগন্নাথ মন্দির।
  • পুরীর মতোই দিঘার জগন্নাথ মন্দিরেও 'ধ্বজাদান' করতে পারবেন ভক্তরা।
  • সাধারণ ভক্তদের জন্যও খুলে দেওয়া হল ধ্বজাদানের অপশন।

মাত্র আট মাসের মধ্যই জনপ্রিয়তার শিখরে পৌঁছেছে দিঘার জগন্নাথ মন্দির। লাফিয়ে লাফিয়ে বাড়ছে দর্শক। শীতকালে ভিড় আরও বেশি। এরইমধ্যে বড় পদক্ষেপ নিল এই মন্দির। এবার থেকে পুরীর মতোই দিঘার জগন্নাথ মন্দিরেও 'ধ্বজাদান' করতে পারবেন ভক্তরা। ২৫ ডিসেম্বর থেকেই এই নয়া সিদ্ধান্ত লাগু করা হয়েছে।

দিঘা জগন্নাথ মন্দির কর্তৃপক্ষ সূত্রে খবর, মন্দির উদ্বোধন হওয়ার পর থেকে কর্তৃপক্ষের তরফেই ধ্বজা তোলা হত। কিন্তু এবার সাধারণ ভক্তদের জন্যও খুলে দেওয়া হল ধ্বজাদানের অপশন। 

মন্দিরের তরফে জানানো হয়েছে,মন্দিরের সেবায়তদের মাধ্যমে প্রতিদিন ধ্বজা উত্তোলন করা হয়। এবার এই পবিত্র রীতির অংশ থাকতে পারেন সাধারণ ভক্তরা। মন্দিরের তরফে আবেদন করা হয়েছে, কোনও ভক্ত তাঁদের বিশেষ দিনটিকে স্মরণে রাখতে এই ধ্বজা সেবা করতে পারেন। ধ্বজা সেবার জন্য বুক করতে হবে ৭৩৬৩০৮৩৮৪২ নম্বরে ফোন করে।

দিঘার জগন্নাথ মন্দিরের পাবলিক রিলেশন ম্যানেজার সুশান্ত বোস এ প্রসঙ্গে bangla.aajtak.in -কে জানান, "২৫ ডিসেম্বর থেকে জনসাধারণের জন্য এই ধ্বজাসেবার অপশন খুলে দেওয়া হয়েছে। ভক্তগণ চাইলে অনলাইন বুকিং করে বা মন্দির চত্বরে এসেও এই ধ্বজাসেবা বুকিং করতে পারেন। আমাদের তিন রকম ধ্বজা রাখা হয়। একটি সাত হাত, একটি এগারো হাত ও একটি দৌদ্দ হাত। কোনও ভক্ত নিজের পছন্দ মতো ধ্বজা বুকিং করতে পারেন।"

উল্লেখ্য বিষয় হল, পুরীর জগন্নাথ মন্দিরে ধ্বজাসেবা এক বিশেষ প্রক্রিয়া। বহু ভক্ত বছরে নির্দিষ্ট দিনে বা সারাজীবনে একবার এই বিশেষ সন্ধিক্ষণের অপেক্ষায় থাকেন। এবার সেই প্রক্রিয়া চালু হল দিঘাতেও। 

এছাড়া, দিঘার মন্দিরে অন্নভোগের ব্যবস্থাও চালু রয়েছে। কোনও ভক্ত সরাসরি মন্দিরে গিয়ে এই অন্নভোগের আশ্বাদ পেতে পারেন। এমনকি হোটেলে বসেও কোনও ভক্ত মন্দিরের প্রসাদ পেতে পারেন। 


 
POST A COMMENT
Advertisement