তুলসীর বাস্তু টিপসসনাতন ধর্মে তুলসী গাছের বিরাট গুরুত্ব রয়েছে। এটি একটি শুভ পাতা। এই পাতা পুজোতেও প্রয়োজন হয়। শুধু তাই নয়, শাস্ত্র মতে মনে করা হয়, দেবী লক্ষ্মীর খুব পছন্দের গাছ তুলসী। তিনি এর মধ্যেই থাকেন। তাই যারা বাড়িতে তুলসী গাছ রাখেন, তারা দেবী লক্ষ্মীর আশীর্বাদ পান।
জানলে অবাক হবেন, একাদশীতে তুলসীর পুজো করলে জীবন বদলে যেতে পারে। আপনার আর্থিক হাল ফিরতে পারে। ব্যাঙ্কে আর টাকার অভাব থাকবে না।
১. জ্যোতিষেরা মনে করেন, আপনার যদি আর্থিক অবস্থা খারাপ হয়, তাহলে একটা সহজ উপায়ে এই সমস্যার সমাধান করতে পারেন। সেক্ষেত্রে সকালে স্নান করে উঠে অবশ্যই তুলসী গাছে পুজো দিন। তারপর একটা পাতা তুলে নিন। সেটা একটা লাল রঙের কাপড়ের উপর রাখুন। সেই লাল রঙের কাপড়টি লক্ষ্মীর পায়ের কাছে রাখুন। তার কাছে সম্পদ চান।
এরপর এই লাল রঙের কাপড়টিকে টাকার বাক্সে বা আলমারিতে টাকা রাখার জায়গায় রেখে দিন। এর মাধ্যমে আপনার ঘরে প্রবেশ করবে পজিটিভ এনার্জি। আপনার ফিনান্সিয়াল অবস্থা বদলে যাবে। হাতে সবসময় থাকবে টাকা। গরিব হওয়ার ভয় থাকবে না।
২. প্রতি রবিবার, একাদশী বা কোনও বিশেষ অনুষ্ঠানে তুলসী পাতা আপনি বিষ্ণুকে অর্পণ করতে পারবেন। আপনি যদি একাদশীতে এই কাজটা করতে চান, তাহলে আগের দিন পাতাটা তুলে নিন। সেই দিন পাতা তুলবেন না। তারপর বিষ্ণুর কাছে পুজো দিন। তাতে লাভ পাবেন। আসলে বিষ্ণু এই তুলসী পছন্দ করেন। যার ফলে আপনি নিজের কাঙ্খিত ইচ্ছে পূরণ করতে পারেন।
এই ভুল নয়
একটা কথা মাথায় রাখবেন, ভুলেও একাদশীতে এই পাতা তুলবেন না। এছাড়া কোনও সময় শুকনো তুলসীও দেবতাদের পুজোতে দেবেন না। পাশাপাশি এই পাতাকে ভুলেও কালো বা সাদা রঙের কাপড়েও মুড়িয়ে রাখা চলবে না। তাহলে কিন্তু লাভের বদলে হবে লোকসান। আপনার হাত থেকে টাকা জলের মতো খরচ হতে পারে।
আর একটা কথা, অবশ্যই তুলসী পাতা তোলার আগে গাছের কাছে মাথা ঝুঁকিয়ে নিন। কোনওভাবেই যেমন তেমনভাবে পাতা তুলবেন না। এমনকী নখ দিয়েও তুলবেন না পাতা। তাতে বিপদ বাড়বে বই কমবে না। আপনার হাত থেকে উবে যেতে পারে টাকা।