scorecardresearch
 

Holi 2024 Puja: সুখ-সম্পদে ভরবে সংসার, হোলিতে এভাবে লক্ষ্মী পুজো করলেই ধনলাভ, নিয়ম জানুন

দোলপূর্ণিমা মানে শুধু যে রঙের উৎসব, তা কিন্তু নয়। এই পূর্ণিমা তিথি হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। এদিন রাধাকৃষ্ণের আরাধনা কর হয়। তবে তার পাশাপাশি ঘরে মা লক্ষ্মীর পুজো করলেও শুভ ফল পাওয়া যায়। 

Advertisement
হোলিতে লক্ষ্মীপুজোর নিয়ম জানুন। হোলিতে লক্ষ্মীপুজোর নিয়ম জানুন।
হাইলাইটস
  • ঘর আলো করে যাতে মা লক্ষ্মী বিরাজ করেন, তা সকলেই চান।
  • লক্ষ্মীপুজো করলে সৌভাগ্য আসে।
  • হোলিতে মা লক্ষ্মীর আরাধনা করলে কখনও অর্থকষ্ট হয় না।

দোলপূর্ণিমা মানে শুধু যে রঙের উৎসব, তা কিন্তু নয়। এই পূর্ণিমা তিথি হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। এদিন রাধাকৃষ্ণের আরাধনা কর হয়। তবে তার পাশাপাশি ঘরে মা লক্ষ্মীর পুজো করলেও শুভ ফল পাওয়া যায়। 

ঘর আলো করে যাতে মা লক্ষ্মী বিরাজ করেন, তা সকলেই চান। তাই এই পূর্ণিমা তিথিতে ঘরে লক্ষ্মীপুজো করলে সৌভাগ্য আসে। মনে করা হয়, হোলিতে মা লক্ষ্মীর আরাধনা করলে কখনও অর্থকষ্ট হয় না। আগামী ২৫ মার্চ সোমবার দোলপূর্ণিমা। এই দিন সকলেই রঙের উৎসবে মাতেন। এর পাশাপাশি ঘরে লক্ষ্মীপুজোও করেন অনেকে। তবে এই দিন ঘরে বিশেষ রীতি মেনে লক্ষ্মী পুজো করলেই ভাল ফল পাবেন। নিয়মগুলি জেনে নিন...

* দোলের আগের দিন ন্যাড়া পোড়া বা হোলিকা দহন পালন করা হয়। এই দিন ঘর পরিষ্কার করে রাখুন। ঘরে আলপনা দিন। স্বস্তিক চিহ্ন আঁকুন। 

আরও পড়ুন

*সন্ধ্যায় কর্পূর এবং লবঙ্গ দিনে প্রদীপ জ্বালান। রাতে ১১ বার লক্ষ্মী স্তোত্র পাঠ করুন। 


* ন্যাড়া পোড়ার দিন রাতে বাড়িতে শ্রীযন্ত্র প্রতিষ্ঠা করুন। এই দিন ১১ হাজার বার ওম শ্রী কমলায় নমো: মন্ত্র জপ করুন। তারপরে শ্রীযন্ত্র লাল কাপড়ে মুড়ে আলমারিতে রাখতে হবে। এর সঙ্গে কয়েক দানা চালও রাখতে পারেন। এতে আর্থিক সমস্যা মিটে যায়। 

*এদিন মা লক্ষ্মীকে ক্ষীর নিবেদন করুন। এতে অর্থলাভ হয় বলে বিশ্বাস করা হয়। 

* দোলের দিন লক্ষ্মীর পুজো করে মা লক্ষ্মীর ঝাঁপিতে তামার মুদ্রা রাখুন। এতে সব কষ্ট দূর হয়ে যায়। 

* মা লক্ষ্মীর পুজো করে পায়ের কাছে রুপোর মুদ্রায় লাল আবির মাখিয়ে নিবেদন করুন। পরে ওই মুদ্রা নিজের পার্সে রাখুন। তা হলে ভাগ্য খুলতে পারে। 

Advertisement

* দোলের দিন ওম শ্রী লক্ষ্মমায়ি স্বহা মন্ত্র ১০৮ বার জপ করলে লাভবান হবেন। 
 

Advertisement