Thursday Rituals: বৃহস্পতিবার এই মিষ্টি খাওয়ালে ভাগ্য বদলায়, সুখ-উন্নতি হবেই

বিশ্বাস করা হয়, বৃহস্পতি হল শ্রীবিষ্ণু ও গুরুগ্রহ বৃহস্পতির দিন। এদিন বিষ্ণুর আরাধনা করলে শুভ ফল পাওয়া যায়। সুখ-সমৃদ্ধি, জ্ঞানের কারক গ্রহ হল বৃহস্পতি। কোষ্ঠীতে বৃহস্পতির অবস্থান ভাল থাকলে সুখ-সমৃদ্ধি বাড়ে। ভাগ্যে বৃহস্পতি তুঙ্গে থাকলে জীবন সুখের হয়। কথিত রয়েছে, বৃহস্পতিবার হলুদ রঙের পোশাক পরা শুভ। এতে সব বাধা কেটে যায়। 

Advertisement
বৃহস্পতিবার এই মিষ্টি খাওয়ালে ভাগ্য বদলায়, সুখ-উন্নতি হবেইবৃহস্পতিবার এই মিষ্টি দান করা শুভ।
হাইলাইটস
  • বৃহস্পতিবার অত্যন্ত শুভ দিন বলে বিশ্বাস করা হয়।
  • বিশ্বাস করা হয়, বৃহস্পতি হল শ্রীবিষ্ণু ও গুরুগ্রহ বৃহস্পতির দিন।
  • বৃহস্পতিবার হলুদ রঙের পোশাক পরা শুভ।

জ্যোতিষ মতে, সপ্তাহের প্রতিটি দিনের আলাদা মাহাত্ম্য রয়েছে। প্রতিটি দিন কোনও না কোনও দেবদেবীর জন্য নিবেদিত। বৃহস্পতিবার অত্যন্ত শুভ দিন বলে বিশ্বাস করা হয়। যাঁদের কোষ্ঠীতে বৃহস্পতিবার অবস্থান শক্তিশালী, তাঁরা সাফল্য লাভ করে থাকেন। তবে কোষ্ঠীতে বৃহস্পতির অবস্থান দুর্বল হলে নানা বাধা-বিপত্তির মুখে পড়তে হয়। 

বিশ্বাস করা হয়, বৃহস্পতি হল শ্রীবিষ্ণু ও গুরুগ্রহ বৃহস্পতির দিন। এদিন বিষ্ণুর আরাধনা করলে শুভ ফল পাওয়া যায়। সুখ-সমৃদ্ধি, জ্ঞানের কারক গ্রহ হল বৃহস্পতি। কোষ্ঠীতে বৃহস্পতির অবস্থান ভাল থাকলে সুখ-সমৃদ্ধি বাড়ে। ভাগ্যে বৃহস্পতি তুঙ্গে থাকলে জীবন সুখের হয়। কথিত রয়েছে, বৃহস্পতিবার হলুদ রঙের পোশাক পরা শুভ। এতে সব বাধা কেটে যায়। 

জ্যোতিষ মতে, বৃহস্পতিহার কিছু বিশেষ জিনিস দান করলে ভাগ্য বদলায়। জেনে নিন বিশদে...

* বৃহস্পতিবার হলুদ মাখানো পান পাতা দান করলে উপকার পাওয়া যায়। পান পাতার মধ্যে ২ টুকরো কাঁচা হলুদ রেখে বিষ্ণুর রায়ে দিলে শুভ প্রভাব পড়বে। 

* বৃহস্পতিবার কাউকে কলসি দান করলে বাধা-বিপত্তি কেটে যায়। 

* প্রতি বৃহস্পতিবার হলুদ চাল দান করলে অর্থলাভ হয়। 

* বৃহস্পতিবার হলুদ পাকা কলা দান করাও বিশেষ শুভ। এতে অশুভ দশা কেটে যায়।

* বৃহস্পতিবার হলুদ লাড্ডু দান করলে ভাগ্য বদলায়। সৌভাগ্য আসে জীবনে। 

অনেকেই বৃহস্পতিবার নিরামিষ আহার করেন। এদিন নিরামিষ খাবার খাওয়াও শুভ বলে বিশ্বাস করা হয়। বৃহস্পতিবার ভক্তি ভরে ভগবান বিষ্ণুর পুজো করলে ইতিবাচক প্রভাব পড়ে জীবনে। 
 

POST A COMMENT
Advertisement