Vastu Money Tips: বাড়ির এই দিকের আলমারিতে ভুলেও টাকা রাখবেন না, বলছে বাস্তুশাস্ত্র

বাস্তুশাস্ত্র অনুসারে, বাড়ির নানা দিক ও ঘরের অন্দরের বস্তুগুলির অবস্থান আমাদের জীবনে সরাসরি প্রভাব ফেলে। বিশেষ করে আর্থিক উন্নতি ও টাকার সঞ্চয়ের বিষয়ে বাস্তু নিয়ম মানা অত্যন্ত জরুরি।

Advertisement
বাড়ির এই দিকের আলমারিতে ভুলেও টাকা রাখবেন না, বলছে বাস্তুশাস্ত্রঘরের দরজায় নির্ভর করছে টাকা আসবে না যাবে, জানুন সুখ-সমৃদ্ধির গোপন সূত্র
হাইলাইটস
  • বাড়ির নানা দিক ও ঘরের অন্দরের বস্তুগুলির অবস্থান আমাদের জীবনে সরাসরি প্রভাব ফেলে।
  • বিশেষ করে আর্থিক উন্নতি ও টাকার সঞ্চয়ের বিষয়ে বাস্তু নিয়ম মানা অত্যন্ত জরুরি।
  • আমরা অজান্তেই এমন কিছু ভুল করি, যার ফলে অর্থ আসলেও টিকতে চায় না।

বাস্তুশাস্ত্র অনুসারে, বাড়ির নানা দিক ও ঘরের অন্দরের বস্তুগুলির অবস্থান আমাদের জীবনে সরাসরি প্রভাব ফেলে। বিশেষ করে আর্থিক উন্নতি ও টাকার সঞ্চয়ের বিষয়ে বাস্তু নিয়ম মানা অত্যন্ত জরুরি। অনেক সময় আমরা অজান্তেই এমন কিছু ভুল করি, যার ফলে অর্থ আসলেও টিকতে চায় না। বাস্তু বিশেষজ্ঞরা জানাচ্ছেন, বাড়ির নির্দিষ্ট দিকে আলমারি রাখলে বা সেখানে টাকা রাখলে অর্থনৈতিক সমস্যা দেখা দিতে পারে।

পশ্চিম দিকে আলমারি? সতর্ক থাকুন

বাস্তুশাস্ত্র অনুযায়ী, বাড়ির পশ্চিম দিকে টাকা বা গয়না রাখার আলমারি রাখলে আর্থিক ক্ষতি হতে পারে। এই দিকে রাখলে লক্ষ্মীর কৃপা কমে যায়, এবং অকারণে খরচ বাড়তে থাকে। পশ্চিম দিক সাধারণত সূর্যাস্তের প্রতীক, যা নিম্নগামী শক্তিকে বোঝায়। এই জায়গায় আর্থিক সঞ্চয়ের বস্তু রাখা মানে সেই অর্থ ধীরে ধীরে হ্রাস পাওয়া।

টাকার আলমারি কোথায় রাখা উচিত?

বাস্তু বিশেষজ্ঞদের মতে, বাড়ির দক্ষিণ দিকের পশ্চিম কোণে (south-west) টাকার আলমারি রাখলে তা অত্যন্ত শুভ ফলদায়ক হয়। এই দিকে ধনসম্পদ রাখা হলে তা বৃদ্ধি পায় এবং অর্থ সঞ্চয়ে সহায়তা করে। এছাড়া আলমারির দরজা উত্তর বা পূর্ব দিকে খুললে বাস্তু অনুযায়ী তা আরও শুভ বলে মনে করা হয়।

আয়নার সামনে রাখবেন না টাকা

অনেকে আলমারি বা লকারের সামনে আয়না লাগিয়ে রাখেন। বাস্তু মতে, এটি খুবই ভুল। আয়নার সামনে টাকা রাখলে তা প্রতিফলিত হয়ে দ্বিগুণ দেখালেও, বাস্তবে অর্থ চুরি, ক্ষতি কিংবা হঠাৎ ব্যয়বৃদ্ধির ঝুঁকি বাড়ে।

খালি লকার নয়

টাকার লকার একেবারে খালি রাখা উচিত নয়। বাস্তু মতে, এটি দারিদ্র্য ডেকে আনে। একান্তভাবে অর্থ না থাকলেও অন্তত কিছু রূপো বা কয়েন রেখে দেওয়া উচিত, যাতে ধনসম্পদের প্রবাহ বজায় থাকে।

লকারের রং কেমন হবে?

বাস্তু বিশেষজ্ঞদের মতে, লকার বা আলমারির রং হলুদ বা গোল্ডেন হলে তা শুভ। হলুদ রং অর্থ ও পজিটিভ এনার্জির প্রতীক। এই রঙের প্রভাব ধনসম্পদের প্রবাহে সহায়তা করে।

রাতে টাকা লেনদেন করবেন না

বাস্তুশাস্ত্র অনুযায়ী, রাতের সময়ে অর্থ লেনদেন না করাই ভালো। রাত মানে নিস্তব্ধতা ও বিশ্রামের সময়। এই সময় টাকার আদান-প্রদান বাস্তু দৃষ্টিকোণে শুভ নয়। এতে অর্থহানি, দেনার দায় ও অশান্তির আশঙ্কা থাকে।

Advertisement

বাস্তুশাস্ত্র কোনও কুসংস্কার নয়, বরং এটি একটি প্রাচীন বিজ্ঞান, যা ঘরবাড়ির দিক ও শক্তি প্রবাহের মাধ্যমে জীবনের ভারসাম্য রক্ষা করে। তাই সঠিক দিকে টাকার আলমারি রাখুন, ভুল দিক এড়িয়ে চলুন। টাকাকে শুধু উপার্জন করলেই হবে না, তাকে ধরে রাখাও একটি বড় শিল্প— আর সেই কৌশলেই সাহায্য করতে পারে বাস্তুশাস্ত্র।

POST A COMMENT
Advertisement