scorecardresearch
 

Dream Catcher Rules: কুনজর কাটাতে বাড়িতে রাখুন ড্রিম ক্যাচার, জানুন কোন দিকে- কীভাবে রাখবেন

Dream Catcher Rules: কাঠের ফ্রেমের মধ্যে পালক, পাথর, পুঁথি দিয়ে তৈরি জাল উপহার স্বরূপ বেছে নেন অনেকেই। এটির জন্ম আদতে আমেরিকায়। তবে বর্তমানে গোটা বিশ্বে জনপ্রিয় ড্রিম ক্যাচার। 

Advertisement
ড্রিম ক্যাচার রাখার নিয়ম ড্রিম ক্যাচার রাখার নিয়ম

ফেং শ্যুই মতে ড্রিম ক্যাচার অত্যন্ত শুভ। ঘর সাজানোর জন্য ব্যবহিত হলেও, বিশ্বাস করা হয় যে, ড্রিম ক্যাচার বাড়িতে থাকলে নেগেটিভিটি দূর হয়। শৌখিন এই জিনিস, উইন্ড চাইম- এর মতো ঝুলিয়ে রাখা হয়৷ বর্তমানে বাজার চলতি রকমারি ড্রিম ক্যাচার পাওয়া যায়। কাঠের ফ্রেমের মধ্যে পালক, পাথর, পুঁথি দিয়ে তৈরি জাল উপহার স্বরূপ বেছে নেন অনেকেই। এটির জন্ম আদতে আমেরিকায়। তবে বর্তমানে গোটা বিশ্বে জনপ্রিয় ড্রিম ক্যাচার। 

ড্রিম ক্যাচার রাখার নিয়ম 

ড্রিম ক্যাচার বাড়িতে রাখলে কুনজর কাটাতে সাহায্য করে, তেমনই আবার দুঃস্বপ্ন দূর হয়। বাড়িতে রাখার আগে মাথায় রাখতে হবে কিছু জিনিস। নয় হিতে বিপরীত হতে পারে। 

* বাড়ির দক্ষিণ পশ্চিম কোণে ড্রিম ক্যাচার থাকলে দুঃস্বপ্নের ভয় দূর হয়ে পজিটিভ এনার্জি আসে৷ 

* শোওয়ার ঘরের জানলা কিংবা বিছানার কাছে ড্রিম ক্যাচার লাগাতে হবে।

* গাড়ি চালানোর সময় অমনোযোগী হয়ে পড়লে, নিরাপদ থাকতে গাড়িতে ড্রিম ক্যাচার লাগাতে পারেন।

* বসার ঘরের প্রধান দরজায় ড্রিম ক্যাচার লাগালে শুভশক্তির সঞ্চার হবে।

* পরিবারে সর্বশ্রেষ্ঠ পজিটিভিটি পেতে, ড্রিম ক্যাচার রাখতে হবে ব্যালকনি, বারান্দা বা জানালায়৷

* কর্মক্ষেত্রে উন্নতি হোক, তা চান সকলেই। আপনার অফিসেও লাগাতে পারেন ড্রিম ক্যাচার। তাতে ডেস্ক দেখতে যেমন সুন্দর লাগবে, তেমনই ইতিবাচক শক্তিও আপনার মধ্যে প্রতিফলিত হবে।

* ঘরে ড্রিম ক্যাচার এমনভাবে রাখতে হবে যাতে, এর নীচ দিয়ে কেউ যাতায়াত না করে বা এর নীচে কেউ বসে না পড়ে। নয়তো সংসারে আর্থিক সুখ নষ্ট হবে৷

* সব সময় ঘরের দক্ষিণ- পশ্চিম কোণে রাখুন ড্রিম ক্যাচার৷ প্রাচীন বিশ্বাস অনুযায়ী, এর ফলে দুঃস্বপ্ন আসবে না ঘুমের মধ্যে।

Advertisement

* বাড়ির সার্বিক বাস্তু ভাল থাকে৷ সন্তানের শোওয়ার ঘর, পড়ার ঘরে রাখুন ড্রিম ক্যাচার৷ রাতে দুঃস্বপ্ন দেখে ভয় পাবে না শিশু৷

* বাড়ির রান্নাঘর, বাথরুমে কখনওই ড্রিম ক্যাচার রাখবেন না। এতে হিতে বিপরীত হতে পারে। তবে ড্রিম ক্যাচার শুধু রাখলেই হবে না, নিয়মিত পরিষ্কারও করতে হবে৷


 

Advertisement