scorecardresearch
 

Durga Puja Time: ষষ্ঠীর বোধন কখন? অষ্টমীতে কটায় অঞ্জলি? জেনে নিন পুজোর নির্ঘণ্ট

Durga Puja date and time: এ রাজ্যে উৎসব শুরু হয় ষষ্ঠী থেকে। এবার গজে আগমন দেবীর। বিদায় নিচ্ছেন নৌকায়। শাস্ত্র মতে, গজে আগমন,ফল– গজে চ জলদা দেবী শস্য পূর্ণা বসুন্ধরা। নৌকায় গমন,ফল নৌকায়াং শস্যবৃদ্ধি জলবৃদ্ধিশ্চ।

Advertisement
দুর্গাপুজোর শুভ মুহূর্ত। দুর্গাপুজোর শুভ মুহূর্ত।
হাইলাইটস
  • দেবী আসছেন বাপের বাড়ি।
  • পুজোর মুহূর্ত ও বিধি জানুন।

দেশজুড়ে শুরু হয়ে গিয়েছে নবরাত্রি। বাংলাও উৎসবমুখর। তবে এখনও বোধন হতে দেরি। এ রাজ্যে উৎসব শুরু হয় ষষ্ঠী থেকে। এবার গজে আগমন দেবীর। বিদায় নিচ্ছেন নৌকায়। শাস্ত্র মতে, গজে আগমন,ফল– গজে চ জলদা দেবী শস্য পূর্ণা বসুন্ধরা। নৌকায় গমন,ফল নৌকায়াং শস্যবৃদ্ধি জলবৃদ্ধিশ্চ।

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসার- 

ষষ্ঠী-

ষষ্ঠী তিথি শুরু- ১৩ আশ্বিন। ৩০ সেপ্টেম্বর। শুক্রবার।

সময়– রাত ১০টা ৩৮ মিনিট ৯ সেকেন্ড।

ষষ্ঠী তিথি শেষ- ১৪ আশ্বিন।  ১ অক্টোবর,শনিবার।

সময়– রাত ৮টা ৩৫ মিনিট ৫০ সেকেন্ড।

আচার- ষষ্ঠাদি কল্পারম্ভ ও ষষ্ঠী বিহিত পুজো প্রসস্তা।
 
সপ্তমী- 

সপ্তমী তিথি শুরু-  ১৪ আশ্বিন। ১ অক্টোবর। শনিবার।

সময়– রাত ৮টা ৩৫ মিনিট ৫১ সেকেন্ড।

সপ্তমী তিথি শেষ- ১৫ আশ্বিন। ২ অক্টোবর। রবিবার।

সময়- রাত ৬টা ২১ মিনিট ২৬ সেকেন্ড।

আচার- নবপত্রিকা প্রবেশ স্থাপন, সপ্তম্যাদি কল্পারম্ভ ও সপ্তমী বিহিত পুজো প্রসস্তা।

অষ্টমী-

অষ্টমী তিথি শুরু- ১৫ আশ্বিন। ২ অক্টোবর। রবিবার।

সময়- রাত ৬টা ২১ মিনিট ২৭ সেকেন্ড।

অষ্টমী তিথি শেষ- ১৬ আশ্বিন। ৩ অক্টোবর। সোমবার।

সময়– ৩ টে ৫৯ মিনিট ১ সেকেন্ড।

সকাল ৯টা ২৭ মিনিট ২৮ সেকেন্ড মধ্যে কিন্তু কাল বেলানুরোধে ৬টা ৫৯ মিনিট ৪৫ সেকেন্ড মধ্যে ৮টা ২৮ মিনিট ২৩ সেকেন্ড থেকে পূর্বাহ্ণ মধ্যে মহাষ্টম্যাদি কল্পারম্ভ, কেবল মহাষ্টমী কল্পারম্ভ ও মহাষ্টমী বিহিত পুজো প্রসস্তা।

সন্ধিপুজো

৩ টে ৩৫ মিনিট ১ সেকেন্ড থেকে বিকেল ৪ টে ২৩ মিনিট ১ সেকেন্ড মধ্যে সন্ধিপুজা। ৩ টে ৩৫ মিনিট ১ সেকেন্ড থেকে সন্ধিপুজারম্ভ। ৩ টে ৫৯ মিনিট ১ সেকেন্ড থেকে বলিদান। বিকেল ৪ টে ২৩ মিনিট ১ সেকেন্ড মধ্যে সন্ধিপুজো সম্পন্ন।

Advertisement

আরও পড়ুন- রাশি অনুযায়ী এই সব ফুল দিয়ে অষ্টমীতে দিন অঞ্জলি, পাবেন দেবীর কৃপা

Advertisement