Tarapith Pujo Best Time: দেবীপক্ষের কোন দিনে তারাপীঠে পুজো দিলে কপাল খুলবে, জানুন

Tarapith Pujo Best Time: মহালয়া থেকে শুরু হয়ে গেল দেবীপক্ষের। মহালয়ার পরের দিন অর্থাৎ প্রথমা থেকেই শুরু নবরাত্রি। মায়ের নটি রূপের পুজো করা হয় এদিন। তবে বাঙালিদের কাছে এই দেবীপক্ষের আলাদা মাহাত্ম্য রয়েছে। এদিন ঘরে ঘরে শোনা যায় মহিষাসুরমর্দিনী। শারদীয়া উৎসবের সূচনা এদিন থেকেই।

Advertisement
দেবীপক্ষের কোন দিনে তারাপীঠে পুজো দিলে কপাল খুলবে, জানুনতারাপীঠে পুজোর সময় কবে পুজো দেবেন?
হাইলাইটস
  • মহালয়া থেকে শুরু হয়ে গেল দেবীপক্ষের।

মহালয়া থেকে শুরু হয়ে গেল দেবীপক্ষের। মহালয়ার পরের দিন অর্থাৎ প্রথমা থেকেই শুরু নবরাত্রি। মায়ের নটি রূপের পুজো করা হয় এদিন। তবে বাঙালিদের কাছে এই দেবীপক্ষের আলাদা মাহাত্ম্য রয়েছে। এদিন ঘরে ঘরে শোনা যায় মহিষাসুরমর্দিনী। শারদীয়া উৎসবের সূচনা এদিন থেকেই। কলকাতা থেকে রাজ্য সব জায়গাতেই মা দুর্গার আরাধনায় মেতে উঠেছে সকলে। কিন্তু জানেন তারাপীঠেও দেবীপক্ষের কোনদিন পুজো দিলে পাবেন শুভ ফল, জীবনের সব সমস্যা থেকে রেহাই পাবেন তারাপীঠে এদিন পুজো দিলে। 

সিদ্ধপীঠ হিসাবেই পরিচিত তারাপীঠ মন্দির। বছরভর এখানে পুজো দিতে আসেন ভক্ত-অনুরাগীরা। বিশেষ করে অমাবস্যা, কৌশিকী অমাবস্যার মতো বিশেষ দিনগুলোতে তারাপীঠে পা ফেলার জায়গা থাকে না। এই সময় হাজার হাজার ভক্তদের সমাগম হয় এই শক্তিপীঠে। সতীর তৃতীয় নয়ন বা নয়নতারা তারাপীঠে পড়ে এবং প্রস্তরীভূত হয়ে যায়। ঋষি বশিষ্ঠ প্রথম এই রূপটি দেখতে পান এবং সতীকে তারা রূপে পূজা করেন। এখামে সতীকে তারা রূপে পুজো করা হলেও দুর্গাপুজোর দিনগুলোতে মা এখানে দেবী দূর্গা রূপেই পূজিত হন। 

প্রসঙ্গত সাধক বামাক্ষ্যাপার অন্যতম সিদ্ধপীঠ নামে পরিচিত এই তারাপীঠ।একদিকে যখন সিদ্ধপীঠ তারাপীঠ তেমনি এই তারাপীঠ একটি তন্ত্রপীঠ নামেও পরিচিত। যেহেতু তারাপীঠ সিদ্ধভূমি সেই কারণে এখানে কোন আলাদা করে মাতৃমূর্তি পুজো করা নিষিদ্ধ। ব্রহ্মময়ী শিলার মধ্যে সব দেবীর পুজো করা হয়। মা তারাকে দুর্গাপূজার সময় দুর্গা রূপে,কালীপুজোর সময় কালীরূপে,সরস্বতী পুজোর সময় সরস্বতী রূপে,লক্ষ্মী পুজোর সময় লক্ষী রূপে পুজো করা হয়ে থাকে। দেবীপক্ষের সময় মহাষ্টমীর দিন এখানে পুজো দিলে মেলে বিশেষ শুভ ফল। ভক্তের সব ইচ্ছা পূরণ করেন মা। 

তারাপীঠ মন্দির কমিতির সভাপতি তারাময় মুখোপাধ্যায় বলেন, দুর্গাপুজোর অষ্টমীর দিন মা তারাকে রাজরাজেশ্বরী বেশে সাজিয়ে পুজো করা হয়। এদিন মহাযজ্ঞ, মহাভোগ, কুমারি পুজো ও বস্ত্রদানের বিশেষ আয়োজন থাকে। সন্ধ্যাবেলায় মা তারার বিশেষ আরতির পাশাপাশি লুচি,সুজি,বিভিন্ন মিষ্টি ফল সহযোগে ভোগ নিবেদন করা হয়। এদিনও ভক্তের ভিড় হয় মন্দির চত্ত্বরে। দুর্গাপুজোর ৫ দিনই মায়ের বিশেষ আরাধনা ও পুজো হয়ে থাকে। মহালয়ায় অমাবস্যা পুজো হয়, তাই এইদিনও দূর দূরান্ত থেকে ভক্তেরা ভিড় করেন তারাপীঠে।   
 

Advertisement

POST A COMMENT
Advertisement