প্রতীকী ছবি Vastu Tips Of Donation: দানকে হিন্দু শাস্ত্রে পুণ্যের কাজ বলা হলেও, সময় ও বস্তু ঠিক না হলে সেই দানই বিপদ ডেকে আনতে পারে। এমনটাই জানাচ্ছে বাস্তু শাস্ত্র। বিশেষ করে সন্ধ্যার পর কিছু সাদা জিনিস দান করলে সংসারে অর্থকষ্ট, অশান্তি ও দুর্ভাগ্যের যোগ তৈরি হতে পারে বলে বিশ্বাস। বাস্তু মতে, অজান্তে করা এই ভুল দীর্ঘদিনের সুখ-সমৃদ্ধি নষ্ট করতে পারে।
প্রথমেই রয়েছে নুন। সূর্যাস্তের পর নুন দান বা ধার দেওয়া একেবারেই নিষিদ্ধ। বাস্তু শাস্ত্র অনুযায়ী, নুন পরিবারের উন্নতির পথ আটকে দেয়। শুধু নুন নয়, সন্ধ্যার পরে হলুদ দেওয়া থেকেও বিরত থাকতে বলা হয়েছে। এতে সংসারে স্থিতিশীলতা নষ্ট হওয়ার আশঙ্কা থাকে।
দ্বিতীয় গুরুত্বপূর্ণ বস্তু দুধ ও দই। সন্ধ্যায় দুধ, দই বা ক্ষীরের মতো দুধজাত খাবার দান করলে সংসারের সুখ ও আর্থিক স্বচ্ছলতায় টান পড়তে পারে বলে মত বাস্তু বিশেষজ্ঞদের। বিশ্বাস অনুযায়ী, এই সময়ে দুধ দান করলে শুক্রের প্রভাব দুর্বল হয়, যার ফল পড়ে বিলাস, আনন্দ ও সম্পদের উপর।
তৃতীয় এবং সবচেয়ে সংবেদনশীল বিষয়, টাকা। সূর্যাস্তের পর টাকা দান বা কাউকে ধার দেওয়া বাস্তু মতে অশুভ। শাস্ত্র বিশ্বাস অনুযায়ী, সন্ধ্যার সময়েই দেবী লক্ষ্মীর গৃহপ্রবেশ ঘটে। ঠিক সেই সময়ে অর্থ বাইরে চলে গেলে টাকার প্রবাহে বাধা সৃষ্টি হয় এবং আর্থিক সংকট দীর্ঘস্থায়ী হতে পারে।
বাস্তু শাস্ত্র মনে করিয়ে দেয়, দান অবশ্যই শুভ কাজ। কিন্তু সঠিক সময়, সঠিক ব্যক্তি ও সঠিক বস্তু নির্বাচন করাই আসল। নইলে পুণ্যের বদলে অজান্তেই নেমে আসতে পারে দারিদ্র্য ও দুর্ভাগ্য।