2026 Eclipse: ২০২৬-এ প্রথম সূর্য ও চন্দ্রগ্রহণ কবে? দেখা যাবে ভারত থেকে? জানুন সব তথ্য

হিন্দু ধর্মে ও জ্যোতিষে গ্রহণের বিশেষ মাহাত্ম্য রয়েছে। জ্যোতিষ অনুযায়ী রাহু ও কেতু যখন সূর্য ও চাঁদকে গ্রাস করে, তখন যথাক্রমে সূর্য ও চন্দ্রগ্রহণ হয়ে থাকে। এই গ্রহণের সূতক কাল থেকে গ্রহণ সমাপ্ত হওয়া পর্যন্ত সমস্ত ধরনের শুভ কাজ বর্জিত থাকে। এমনকী বেশ কিছু নিয়ম মেনে চলতে হয়।

Advertisement
২০২৬-এ প্রথম সূর্য ও চন্দ্রগ্রহণ কবে? দেখা যাবে ভারত থেকে? জানুন সব তথ্য২০২৬ সালে কবে সূর্য ও চন্দ্রগ্রহণ?
হাইলাইটস
  • হিন্দু ধর্মে ও জ্যোতিষে গ্রহণের বিশেষ মাহাত্ম্য রয়েছে।

হিন্দু ধর্মে ও জ্যোতিষে গ্রহণের বিশেষ মাহাত্ম্য রয়েছে। জ্যোতিষ অনুযায়ী রাহু ও কেতু যখন সূর্য ও চাঁদকে গ্রাস করে, তখন যথাক্রমে সূর্য ও চন্দ্রগ্রহণ হয়ে থাকে। এই গ্রহণের সূতক কাল থেকে গ্রহণ সমাপ্ত হওয়া পর্যন্ত সমস্ত ধরনের শুভ কাজ বর্জিত থাকে। এমনকী বেশ কিছু নিয়ম মেনে চলতে হয়। আবার গ্রহণের প্রভাবে সমস্ত রাশির জাতক, দেশ ও দুনিয়ায় গ্রহণের নেতিবাচক প্রভাব পড়ে। ২০২৬ সালে চারটি গ্রহণ সংগঠিত হতে চলেছে। এর মধ্যে ২টি সূর্য গ্রহণ ও ২টি চন্দ্র গ্রহণ। ২০২৬ সালে সূর্য গ্রহণ ও চন্দ্র গ্রহণের সময় ও অন্যান্য তথ্য সম্পর্কে জেনে নেওয়া যাক।

২০২৬ সালে সূর্য গ্রহণ কবে
পঞ্জিকা অনুযায়ী ২০২৬ সালে ফেব্রুয়ারি ও অগাস্ট মাসে দুটি সূর্যগ্রহণ লাগতে চলেছে। ১৭ ফেব্রুয়ারি নতুন বছরের প্রথম সূর্য গ্রহণ। দুপুর ৩টে ২৬ মিনিটে এই গ্রহণ শুরু হবে, তবে ভারত থেকে এই গ্রহণ দেখা যাবে না। এ কারণে সূতক কালও মান্য হবে না। বছরের প্রথম সূর্য গ্রহণ দেখা যাবে জিম্বাবওয়ে, দক্ষিণ আফ্রিকা, জাম্বিয়া, মোজাম্বিক, মরিশাস, আন্টার্কটিকা, তাঞ্জানিয়া ও দক্ষিণ আমেরিকার দেশগুলিতে। অন্য দিকে ১২ অগাস্ট দ্বিতীয় সূর্য গ্রহণ হতে চলেছে। ভারতীয় সময়ানুসারে রাত ৯টা ৪ মিনিট থেকে এই গ্রহণ শুরু হবে। এটি পূর্ণগ্রাস গ্রহণ হতে চলেছে। ভারতে এই গ্রহণ দেখা যাবে না। তবে স্পেন, রাশিয়া, আর্কটিক, গ্রীনল্যান্ড, আইসল্যান্ড ও পর্তুগালের বেশ কিছু অংশে বছরের দ্বিতীয় সূর্য গ্রহণ প্রত্যক্ষ করা যাবে।


২০২৬ সালে কবে চন্দ্রগ্রহণের সময়
নতুন বছরে দুটি চন্দ্র গ্রহণ হবে। প্রথমটি মার্চ ও দ্বিতীয়টি অগাস্ট মাসে। পঞ্জিকা অনুযায়ী ৩ মার্চ নতুন বছরের প্রথম চন্দ্র গ্রহণ লাগবে সন্ধ্যা ৬টা ২২ মিনিট থেকে। ১ ঘণ্টা ৩১ মিনিটের এই চন্দ্র গ্রহণ ভারতে দেখা যাবে। তাই সূতককালও মান্য হবে। ভারত ছাড়াও এশিয়ার বিভিন্ন দেশ, অস্ট্রেলিয়া, উত্তর ও দক্ষিণ আমেরিকার একাধিক দেশে চন্দ্র গ্রহণ দেখা যাবে। এরপর ২৮ অগাস্ট বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণ সংগঠিত হবে। তবে ভারতে এই গ্রহণ দৃশ্যমান হবে না। ইউরোপ, এশিয়ার পশ্চিমাংশ, আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, প্রশান্ত, আটলান্টিক ও ভারত মহাসাগরীয় অঞ্চল, আন্টর্কটিকায় এই গ্রহণ দেখা যাবে।

Advertisement

POST A COMMENT
Advertisement